

শ্রীলঙ্কার হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করা স্পিনার দিলরুয়ান পেরেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দিলরুয়ান পেরেরার অবসরের খবর নিশ্চিত করে। সেখানে বলা হয়েছে এক চিঠি দিয়ে দিলরুয়ান পেরেরা নিজের অবসরের কথা জানিয়েছেন।
এসএলসিকে দিলরুয়ান পেরেরা নিশ্চিত করেছেন যে তিনি ঘরোয়া ক্রিকেটে খেলে যাবেন। তার ভভিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে এসএলসি।
Dilruwan Perera, who represented the Sri Lanka National Team, announced his retirement from all forms of International Cricket with immediate effect.https://t.co/xp4dg5ylKI
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) January 26, 2022
৩৯ বছর বয়সী দিলরুয়ান পেরেরা শ্রীলঙ্কার পক্ষে ৪৩ টেস্ট, ১৩ ওয়ানডে ও ৩ টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ১৬১, ওয়ানডেতে ১৩ ও টি-টোয়েন্টিতে ৩ উইকেট আছে তার। আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসে ৮ বার ৫ উইকেট শিকার করেছেন তিনি, ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ২ বার।
টেস্টে ৭ ফিফটির মালিক দিলরুয়ান পেরেরা ব্যাট হাতেও কার্যকরী ছিলেন। টেস্টে ১৩০৩, ওয়ানডেতে ১৫২ রান আছে তার।
এখন অব্দি ২২৪ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে দিলরুয়ান পেরেরা উইকেট নিয়েছেন ৮০৮, লিস্ট এ ক্রিকেটে তার উইকেট সংখ্যা ১৭১, স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭৭।