

দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার কুইন্টন ডি কক ও র্যাসি ভ্যান ডার ডুসেনের আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে বড়সড় উন্নতি হয়েছে। ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা সিরিজে পারফর্ম করার ফল পেয়েছেন তারা।
৩ ম্যাচে ১ সেঞ্চুরি সহ ২২৯ রান করে কুইন্টন ডি কক ব্যাটারদের তালিকার সেরা ৫ এ উঠে এসেছেন। ২০১৯ বিশ্বকাপের পর আবার সেরা পাচে উঠে এসেছেন কুইনি। এদফায় এগিয়েছেন ৪ ধাপ, আছেন ঠিক ৫ নম্বরে।
সিরিজে ২১৮ রান করে ১০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১০ নম্বরে আছেন র্যাসি ভ্যান ডার ডুসেন। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা দিয়েছেন লম্বা লাফ। ৮০ নম্বর থেকে ৫৯ নম্বরে উঠে এসেছেন তিনি।
ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে ১৬৯ রান করে ১ ধাপ এগিয়ে ১৫ নম্বরে আছেন। র্যাংকিংয়ের শীর্ষে যথারীতি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুই ও তিন নম্বরে আছেন যথাক্রমে ভিরাট কোহলি ও রোহিত শর্মা। রিশাব পান্ট ৫ ধাপ এগিয়ে আছেন ৮২ নম্বরে।
আফগানিস্তানের রহমত শাহ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে ১৫৩ রান করে ৭ ধাপ এগিয়ে আছেন যৌথভাবে ৩৬ নম্বরে। হাশমতউল্লাহ শহীদি ৯ ধাপ এগিয়ে আছেন ৫৩ নম্বরে। নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডস সিরিজে সর্বোচ্চ ২০৮ রান করে ৯৭ ধাপ এগিয়েছেন, আছেন ১০০ নম্বরে। শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা ৫২ নম্বর থেকে ক্যারিয়ার সেরা ৪৬ নম্বর অবস্থানে আছেন।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী ওয়ানডে ব্যাটারদের র্যাংকিং (সেরা ১০):
১. বাবর আজম (পাকিস্তান)- ৮৭৩
২. ভিরাট কোহলি (ভারত)- ৮৩৬
৩. রোহিত শর্মা (ভারত)- ৮০১
৪. রস টেইলর (নিউজিল্যান্ড)- ৮০১
৫. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)- ৭৮৩
৬. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৭৭৯
৭. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)- ৭৭৫
৮. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭৬২
৯. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৭৫৪
১০. র্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)- ৭৫০
দক্ষিণ আফ্রিকার বোলাররাও র্যাংকিংয়ে উন্নতি করেছেন। লুঙ্গি এনগিডি সিরিজে ৫ উইকেট নিয়ে সেরা ২০ এ প্রবেশ করেছেন। স্পিনার কেশব মহারাজ আছেন ক্যারিয়ার সেরা ৩৩ নম্বরে। আন্দিলে ফেলুকওয়ায়ো ৭ ধাপ এগিয়ে আছেন ৫২ নম্বরে।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী ওয়ানডে বোলারদের র্যাংকিং (সেরা ১০):
১. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭৩৭
২. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭০৯
৩. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ৭০০
৪. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৯৭
৫. মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)- ৬৯২
৬. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)- ৬৯১
৭. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৬৮৯
৮. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৬৫২
৯. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৬৫০
১০. অ্যান্ডি ম্যাকব্রাইন (আয়ারল্যান্ড)- ৬৪৬
অলরাউন্ডারের র্যাংকিংয়ে শীর্ষস্থানে আছেন যথারীতি সাকিব আল হাসান।
🔹 Quinton de Kock continues his rise 🔼
🔹 Massive gains for Rassie van der Dussen 🔥
🔹 England players move up in the T20I charts 📈Here’s how things stand after the latest update to the @MRFWorldwide ICC Men’s Player Rankings 📝
Details 👉 https://t.co/Jxktm5FBsr pic.twitter.com/HBGUPKNHsT
— ICC (@ICC) January 26, 2022
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিং (সেরা ৫):
১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৪১৬
২. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৮৫
৩. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ২৮২
৪. রাশিদ খান (আফগানিস্তান)- ২৬৮
৫. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)- ২৬৮।