

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এ মিনিস্টার ঢাকা ইতোমধ্যে ৩ ম্যাচ খেলে ফেললেও মাঠে নামা হয়নি মাশরাফি বিন মর্তুজার। মিনিস্টার ঢাকার জার্সিতে মাশরাফিকে দেখার অপেক্ষা অবশেষে শেষ হচ্ছে আজ। সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে সেরা একাদশে আছেন তিনি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সানরাইজার্স।
মাশরাফি বিন মর্তুজাকে সেরা একাদশে জায়গা দিতে বাদ পড়েছেন আরাফাত সানি। সিলেট সানরাইজার্সে বাদ পড়েছেন অলক কাপালি, খেলছেন সানজামুল ইসলাম। বিদেশী রিক্রুট লেন্ডল সিমন্স খেলবেন এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ। সিমন্সকে জায়গা দিতে বাদ পড়েছেন আগের ম্যাচে এলোপাথাড়ি বোলিং করা কেসরিক উইলিয়ামস।
মিনিস্টার ঢাকা একাদশ-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম শেখ, জহুরুরল ইসলাম, শুভাগত হোম, রুবেল হোসেন, হাসান মুরাদ, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), ইসুরু উদানা ও আন্দ্রে রাসেল।
সিলেট সানরাইজার্স একাদশ-
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, মুক্তার আলি, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম ও রবি বোপারা।