সব্যসাচী বেনি হাওয়েল জানালেন স্পিন পারদর্শীতার রহস্য

সব্যসাচী বেনি হাওয়েল জানালেন স্পিন পারদর্শীতার রহস্য
Vinkmag ad

সব্যসাচী ক্রিকেটার বলতে যা বোঝায় বেনি হাওয়েলকে সম্ভবত সে উপমা দেওয়া যায়। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই অলরাউন্ডার বিপিএলে দেখাচ্ছেন ঝলক। অলরাউন্ড নৈপুণ্যে আজ (২৪ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে দলকে এনে দিলেন ২৫ রানের জয়। ম্যাচ সেরার পুরষ্কার জিতে হাওয়েল জানালেন বিরক্তি থেকেই নেটে করেন স্পিন বোলিং অনুশীলন।

মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করা ছাড়াও হাওয়েল করতে পারেন প্রয়োজনে স্পিন কিংবা পেস বোলিংও। প্রথম দুই ম্যাচে খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস (৩৭ ও ৪১)। পরিস্থিতি অনুসারে বল হাতেও ছিলেন ছন্দে। তবে পাননি উইকেটের দেখা।

সোমবার ব্যাট হাতে অপরাজিত ৩৪ রানের সাথে বল হাতে নেন মুশফিকুর রহিমের উইকেট। লেগ স্পিনে কার্যকারি হাওয়েল মুশফিকের উইকেট নেন পেস বোলিংয়ে। মূলত পেস বোলিং করলেও কন্ডিশন বিবেচনায় স্পিনটাও ভালোই পারেন এই অলরাউন্ডার।

বাংলাদেশের কন্ডিশনে স্পিনটাই কার্যকর তাই ম্যাচে বেশিরভাগ সময়ই করেন লেগ স্পিন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ১৯০ রানের জবাবে খুলনা টাইগার্স যেতে পারে ১৬৫ পর্যন্ত।

ম্যাচ সেরার পুরষ্কার জিতে হাওয়েল জানালেন নিজের স্পিন বোলিং প্রতিভা নিয়ে,

‘আমি কিছুটা বিরক্ত বোধ করি, তাই আমি কিছুটা স্পিন বোলিং অনুশীলন করি। আমি নেটে এটা অনুশীলন করে আসছি। গত কয়েক মাস ধরে আমি ব্যাটিং নিয়ে প্রচুর পরিশ্রম করছি। কেবল বলের দিকে তাকাও এবং মাথা স্থির রাখো।’

৯৭ প্রতিবেদক

Read Previous

আরামে বল করা বেনি হাওয়েলকে কৃতিত্ব দিতে নারাজ শেখ মেহেদী

Read Next

অবশেষে মিনিস্টার ঢাকার একাদশে মাশরাফি

Total
1
Share