

জয় দিয়ে এবারের বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) আসর শুরু করেছে ফরচুন বরিশাল। অন্যদিকে টানা দুই হার দিয়ে শুরুটা ভাল হয়নি মিনিস্টার ঢাকার। আজ দিনের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে দল দুইটি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করবে ফরচুন বরিশাল। এদিন ফরচুন বরিশাল একাদশে সুযোগ পেয়েছেন ক্রিস গেইল। করোনা থেকে সেরে উঠে একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান, আছেন তাইজুল ইসলামও।
মিনিস্টার ঢাকা একাদশে এসেছে একটি মাত্র পরিবর্তন। এবাদত হোসেনের বদলে একাদশে জায়গা পেয়েছেন হাসান মুরাদ।
ফরচুন বরিশাল একাদশ-
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলি, তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, আলঝারি জোসেফ ও তাইজুল ইসলাম।
মিনিস্টার ঢাকা একাদশ-
তামিম ইকবাল, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), জহুরুল ইসলাম, মোহাম্মদ নাইম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শুভাগত হোম, ইসুরু উদানা, আরাফাত সানি, রুবেল হোসেন ও হাসান মুরাদ।