

২০২১ সালটা পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের কেটেছে স্বপ্নের মত। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে অতিমানবীয় ফর্মে ছিলেন রিজওয়ান। তার স্বীকৃতিও পেয়েছেন তিনি, হয়েছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার।
২০২১ সালে ২৯ ম্যাচ খেলে ৭৩.৬৬ গড়ে ১৩২৬ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান, করেন এক সেঞ্চুরি। গ্লাভস হাতে ২৪ টি ডিসমিসালও আছে তার দখলে।
Sheer Consistency, indomitable spirit and some breathtaking knocks 🔥
2021 was memorable for Mohammad Rizwan 👊
More 👉 https://t.co/9guq9xKOod pic.twitter.com/6VZo7aaRIA
— ICC (@ICC) January 23, 2022
বলা চলে ২০২১ এ টি-টোয়েন্টি ফরম্যাটে রাজত্ব করেছেন রিজওয়ান। রান করেছেন ১৩৪.৮৯ স্ট্রাইক রেটে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ব্যাটে চরেই সেমিফাইনাল অব্দি যায় পাকিস্তান।
PCB congratulates Mohammad Rizwan on winning ICC Men’s T20I Cricketer of the Year 2021 pic.twitter.com/tu7x0peXkl
— Pakistan Cricket (@TheRealPCB) January 23, 2022
Many congratulations @iMRizwanPak Well deserved achievement. Your humility, attitude and hard work defines you. Wishing you more laurels and success.
— Ramiz Raja (@iramizraja) January 23, 2022