ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেটের জয়

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেটের জয়
Vinkmag ad

অ্যাশেজ থেকে শুরু করে টানা হেরেই চলছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হার দেখল ইংলিশরা। জেসন হোল্ডারের বিস্ফোরক বোলিংয়ের সামনে বিপর্যস্ত হয়ে ১০৩ রানেই আটকে যায় উইন্ডিজের ইনিংস। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার লিখলেন হোল্ডার। এরপর ব্রেন্ডন কিংয়ের ফিফটিতে বার্বাডোজে ৯ উইকেটের বড় জয় ক্যারিবীয়দের।

কেনসিংটন ওভালের টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। শুরু হয় তাঁর বোলাদের বাজিমাত। ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। মাত্র ১০ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার জেসন রয়, টম ব্যান্টন ও মইন আলি। একাই তিনটির মধ্যে ২ উইকেট তুলে নেন জেসন হোল্ডার।

জেসন হোল্ডারের দাপটে ইংল্যান্ডের ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে পারেনি। ইংলিশ অধিনায়ক এউইন মরগানের ব্যাট থেকে আসে ১৭ রান। শেষ দিকে কিছুটা লড়াই করার চেষ্টা করেন ক্রিস জর্ডন ও আদিল রশিদ। এই দুইয়ের জুটি দলের সংগ্রহটা নিয়ে যায় শতরানের দিকে। তবে ব্যক্তিগত সর্বোচ্চ ২৮ রানে বিদায় নেন জর্ডান। রশিদ সাজঘরে ফেরেন ২২ রান করে। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস

ক্যারিবিয়ান বোলারদের মধ্যে সর্বাধিক ৪ উইকেট নেন জেসন হোল্ডার। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই হোল্ডারের সেরা বোলিং। দু’টি উইকেট নেন শেলডন কটরেল। এছাড়া ১টি করে উইকেট নেন আকিল হোসেইন, রোমারিও শেফার্ড এবং ফ্যাবিয়ান অ্যালেন।

জবাবে ব্যাট করতে নেমে হেসেখেলেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। ওপেনার শাই হোপ ২০ রান করে ফিরে গেলেও আর কোনও উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। ৫২ রানে অপরাজিত থাকেন আরেক ওপেনার ব্রেন্ডন কিং। নিকোলাস পুরান অপরাজিত থাকেন ২৭ রানে। ১৭ বল বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেটের বড় জয় নিশ্চিত হয়। বল হাতে ৪ ওভারে ২১ রান খরচায় একমাত্র উইকেটটি দখলে নেন আদিল রশিদ।

সিরিজ দ্বিতীয় টি-টোয়েন্টির আজ অনুষ্ঠিত হবে বার্বাডোজেই।

সংক্ষিপ্ত স্কোরঃ

ইংল্যান্ডঃ ১০৩/১০ (১৯.৪ ওভার) রয় ৬, ব্যান্টন ৪, ভিন্স ১৪, মইন ০, মরগান ১৭, বিলিংস ২, ডসন ২, জর্ডান ২৮, রশিদ ২২, সাকিব ৫; কটরেল ৪-১-৩০-২, হোল্ডার ৩.৪-১-৭-৪, আকিল ৪-০-১৬-১, শেফার্ড ৩-০-২৫-১, অ্যালেন ২-০-১০-১

ওয়েস্ট ইন্ডিজঃ ১০৪/১ (১৭.১ ওভার) কিং ৫২*, হোপ ২০, পুরান ২৭*; রশিদ ৪-০-২১-১

ফলাফলঃ ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী

সিরিজঃ ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে

ম্যাচ সেরাঃ জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)।

৯৭ ডেস্ক

Read Previous

একদিন আগেই ঢাকায় পৌঁছালেন ক্রিস গেইল

Read Next

‘সৌম্য সরকার’ নামটাই মিস করছে খুলনা টাইগার্স

Total
1
Share