

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তামিম ইকবালের নিজে থেকে সরে যাওয়ায় ধারণা করা হয় এই ফরম্যাটে হয়তো আর খেলতে চান না। তবে এ নিয়ে এতো দিনেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি বাঁহাতি এই ওপেনার। তবে শনিবার (২২ জানুয়ারি) বিপিএলের ম্যাচ দেখতে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন তামিম তাকে জানিয়েছেন আর এই ফরম্যাটে আর ফিরতে চান না তামিম।
তামিমের ব্যাক টু ব্যাক ফিফটি, মিনিস্টার ঢাকার ব্যাক টু ব্যাক পরাজয় https://t.co/KjvfCBgYPN
— Cricket97 (@cricket97bd) January 22, 2022
চলতি বিপিএলে প্রথম দুই ম্যাচেই ফিফটি হাঁকালেন তামিম। তবে দুই ম্যাচেই তার স্ট্রাইক রেট ছিলো দৃষ্টিকটু। প্রথম ম্যাচে ফিফিটি ছুঁয়েছেন ৪১ বলে শনিবার দ্বিতীয় ম্যাচে ফিফটি ছুঁয়েছেন ৪২ বলে। দুই ম্যাচেই ফিরেছেন ফিফটির পরপর, প্রথম ম্যাচে ৫০ এরপর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আউট হন ৫২ রানে। দুই ম্যাচেই হেরেছে তার দল মিনিস্টার ঢাকা।
আজকের ম্যাচ শেষে খেলা দেখতে আসা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলেন সংবাদ মাধ্যমের সাথে। আর সেখানেই তামিম ইকবালে টি-টোয়েন্টি খেলতে না চাওয়া প্রসঙ্গে জানান।
পাপন বলেন, ‘তামিমকে আমি বলেছে তুমি আবার ফেরত আসো টি-টোয়েন্টিতে। এটা ছাড়বা কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিৎ। কিন্তু টেলিফোনে কথা হয়েছে ও আমাকে বলল পাপন ভাই আমাকে জোর কইরেন না। আপনি জোর করলে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না। এটা বলার পরে আমার মনে হয়েছে আর কিছু বলা উচিৎ না। ও যদি খেলতেই না চায় ওকে জোর করে খেলানোটা ঠিক না।’
তামিম সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন ২০২০ সালের মার্চে। তবে তার সামনে সুযোগ ছিলো ২০২১ সালের অক্টোবরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার। তবে লম্বা বিরতির পর সরাসরি বিশ্বকাপ দলে ফিরবেন তামিম এমন কিছুতে সমালোচনার ফিসফাস শোনা যাচ্ছিলো।
এমনকি তামিমকে নিয়ে টিম ম্যানেজমেন্টের মাঝেও একটা দ্বিধা তৈরি হয়েছে বলে গুঞ্জন উঠেছিলো। তবে সব আলোচনা নিজেই থামিয়ে দেন এই বাঁহাতি ব্যাটার। বিশ্বকাপ দল ঘোষণার আগেই নিজের ফেসবুক পেইজে ভিডিও প্রকাশ করে নিজেকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নেন। এরপর চোট, বিশ্রামে তামিম এখনো খেলননি কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি।
উল্লেখ্য, ৭৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিম ইকবালের ব্যাটে ২৪.০৮ গড় ও ১১৬.৯৭ স্ট্রাইক রেটে ১৭৫৮ রান। বাংলাদেশী ব্যাটারদের মধ্যে যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান।