

ক্রিকেট এমনই এক বৈচিত্র্যপূর্ণ খেলা, যেখানে প্রতিদিনই লেখা হয় রকমারি গল্প। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী দিনেই দেখা মিলল উদ্ভট কিংবা অবাস্তব এক দৃশ্যের। খুলনার বিপক্ষে ম্যাচে মিনিস্টার ঢাকার ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে রাসেল হয়েছেন এক বিস্ময়কর রান আউটের শিকার। যা দেখে রীতিমতো অবাক বনে গেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
ঢাকার ইনিংসের ১৫তম ওভারে, বোলিংয়ে খুলনার পেসার থিসারা পেরেরা। আগের বলে ছয় খাওয়া পেরেরা এবার দিলেন স্লোয়ার ডেলিভারি। ঠান্ডা মাথায় থার্ডম্যানের দিকে পুশ করেই একটা সিঙ্গেল বের করতে চেয়েছিলেন আন্দ্রে রাসেল, ফিল্ডার মেহেদী হাসানের থ্রোতে বল স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প ভেঙ্গে দিয়ে বিস্ময়করভাবে ঘুরে গিয়ে নন স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পও ভেঙ্গে দেয়। অপ্রত্যাশিতভাবে রান আউট হয়ে যান আন্দ্রে রাসেল। সম্ভবত ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে উদ্ভট এক রান আউট এটি। এর আগে কেউ হয়তো এমন ঘটনা দেখেনি।
স্টাম্প ভেঙ্গে যাওয়ার মুহূর্তে আন্দ্রে রাসেল নিজেই হয়তো ভাবছেন বলটা এখানে এল কোত্থেকে! এমন কান্ডে টেলিভিশনের সামনে বসে থাকা দর্শক-শ্রোতা শুধু উচ্ছ্বসিতই হননি, রীতিমতো অবাক বনে গেছেন।
ভারতের প্রাক্তন ওপেনার, রঞ্জি ক্রিকেটের কিংবদন্তি ওয়াসিম জাফর টুইটারে লিখলেন,
‘আমি সারাজীবনে যত ক্রিকেট খেলেছি এবং ক্রিকেট দেখেছি। আমি এরকম কিছু দেখিনি। অবিশ্বাস্য!’
I've been playing cricket and watching cricket all my life. Never have I seen something like this. Just unbelievable 🤯 🎥: @FanCode https://t.co/2CUACSJDL0
— Wasim Jaffer (@WasimJaffer14) January 22, 2022
Tanzid Hasan hits the stumps on the striker's end. The ball then ricochets to the non-striker's end, and catches Andre Russell short. Hands on hips. Run out for 7. #BPL2022
— Mohammad Isam (@Isam84) January 21, 2022
The most bizarre dismissal I have ever seen #BPL2022 #AndreRussell
— Shrinivas (@WhoShriniC) January 21, 2022
Bangladesh Premier League. Andre Russell.pic.twitter.com/OKeGxEuBmn
— Subhayan Chakraborty (@CricSubhayan) January 21, 2022
Owh poor Andre Russell! Never saw this type of dismissal before!
Bizarre
— Shihab Ahsan Khan (@shihabahsankhan) January 21, 2022
BPL action today saw Dre Russ lose his wicket with the craziest run out you will see in Cricket https://t.co/HiWcSuk6NW
— Caribbean Cricket Podcast (@CaribCricket) January 21, 2022