জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা
Vinkmag ad

বড় জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিজের কব্জায় নিয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেলে ৩য় ও শেষ ওয়ানডেতে লঙ্কানরা জয় পায় ১৮৪ রানের ব্যবধানে।

আগের ২ ম্যাচ থেকে দুই দল একটি করে জয় পাওয়ায় এদিন শেষ ওয়ানডে পরিণত হয় অলিখিত ফাইনালে। টসে জিতে প্রথমে ব্যাটিং নেন লঙ্কান দলপতি দাসুন শানাকা। পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালঙ্কার হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৪ রান করে স্বাগতিকরা। নিশাঙ্কা ৫৫ ও আসালঙ্কা ৫২ রান করেন। এছাড়া কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৩৬ রান।

জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড এনগারাভা ২ উইকেট নেন।

জবাব দিতে নেমে লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ের কোন ব্যাটসম্যান। মাত্র ৭০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ২ অঙ্কের কোটা পার করতে পেরেছেন তাকুদজোয়ানাশে কাইতানো (১৯) এবং রায়ান বার্ল (১৫)।

ক্যারিয়ার সেরা বোলিং করেন লঙ্কান লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে। ৪ উইকেট নেন তিনি। এছাড়া দুশমান্থ চামিরা ও রমেশ মেন্ডিস ২টি করে উইকেট পান।

ম্যাচ সেরার পুরস্কার যায় চারিথ আসালঙ্কার কাছে। সিরিজ সেরা হয়েছেন পাথুম নিশাঙ্কা।

সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কাঃ ২৫৪/৯ (৫০), নিশাঙ্কা ৫৫, কুশল ৩৬,কামিন্দু ১১, চান্দিমাল ১৭, আসালঙ্কা ৫২, শানাকা ১৫, করুণারত্নে ৩০, রমেশ ২৬, চামিরা ১, ভ্যান্ডারসে ৩*, থিকশানা ১*; চাতারা ৭-০-৩৫-১, মুজারাবানি ১০-০-৬৩-১, এনগারাভা ৯-১-৪৬-২, মাসাকাদজা ১০-০-৪২-১, বার্ল ৬-০-২৬-১, উইলিয়ামস ২-০-৬-১

জিম্বাবুয়েঃ ৭০/১০ (২৪.৪), কাইতানো ১৯, চাকাভা ১, আরভিন ০, উইলিয়ামস ৬, শুম্বা ৯, রাজা ১, বার্ল ১৫, মাসাকাদজা ১, মুজারাবানি ২, চাতারা ৮*, এনগারাভা ০; চামিরা ৫-১-২০-২, থিকশানা ৬-১-১০-১, ভ্যান্ডারসে ৭.৪-২-১০-৪, করুণারত্নে ২-০-৪-১, রমেশ ৪-০-২৬-২

ফলাফলঃ শ্রীলঙ্কা ১৮৪ রানে জয়ী, ২-১ ব্যবধানে সিরিজ জয়ী

ম্যাচ সেরাঃ চারিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা) 

সিরিজ সেরাঃ পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা)।

৯৭ ডেস্ক

Read Previous

১০০ ও করতে পারল না সিলেট সানরাইজার্স

Read Next

রাসেলের অদ্ভুতুড়ে রান আউট, অবাক ক্রিকেট বোদ্ধারাও

Total
3
Share