

ভিক্টোরিয়ায় জন্ম নেওয়া জেমি সিডন্স অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন কেবল ১ ওয়ানডেতে। তবে খেলোয়াড়ি জীবন শেষে অস্ট্রেলিয়া তো বটেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের উন্নতিতে কাজ করেছেন কোচ হিসাবে। এর আগে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসাবে কাজ করা সিডন্স আবার ফিরছেন বাংলাদেশে। তবে এবার ভূমিকাটা ভিন্ন, যে ভূমিকা নিয়ে স্পষ্ট ধারণা নেই খোদ জেমি সিডন্সেরই।
বাংলাদেশে আসার জন্য ভিসা হাতে পেয়ে গেছেন সিডন্স। দুই বছরের জন্য কাজ করতে আবার লাল সবুজের দেশে আসছেন এই অজি কোচ। দ্বিতীয় দফাতেও বাংলাদেশে দারুণ সময় কাটবে এমনটাই প্রত্যাশা তার।
নিজের ফেসবুক পেইজে সিডন্স এক ভিডিও পোস্ট করে বলেন, ‘বাংলাদেশের ভিসা পেয়ে গেছি আমি। আমার পরবর্তী কোচিং অধ্যায় হবে সেখানে। আশা করছি দুই বছর কাজ করবো। অক্টোবরে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফিরবো অস্ট্রেলিয়ায়।’
‘যেমনটা বললাম, আজকে আমি ভিসা পেয়ে গেছি। এই মাসের শেষদিকের টিকিট করবো। আশা করছি ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই কাজ শুরু করতে পারবো। বাংলাদেশে আগেও কাজ করেছি। তখন দারুণ সময় কেটেছে। এবারও ভালো হবে আশা করছি।’
সাকিব আল হাসান, তামিম ইকবালদের ক্যারিয়ারের শুরুতে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়ান জেমি সিডন্স। তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে বরাবরই পছন্দ করেন সিডন্স। তরুণ প্রতিভাবান ব্যাটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বলে জানান তিনি।
সিডন্স বলেন, ‘বাংলাদেশে তরুণ প্রতিভাবান ব্যাটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। যারা জাতীয় দলে খেলছে এবং জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামে আছে। জুনিয়র ক্রিকেটারদের নিজেদের খেলার মান বাড়াতে সাহায্য করতে ভালোবাসি আমি।’
সিডন্স বলেন, ‘আমি জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে কাজ করবো, পাশাপাশি তরুণ ব্যাটারদের নিয়েও কাজ করবো। আমি শতভাগ নিশ্চিত নই আমার সিংহভাগ সময় কাদের সঙ্গে কাটবে। তবে এটি নিশ্চিত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কাজ করবো।’