

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২২ এর নিলামের জন্য প্লেয়ার রেজিস্ট্রেশনের সময় শেষ হয়েছে ২০ জানুয়ারি। নিলামের অংশ হতে মোট ১২১৪ ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছেন। যার মধ্যে ৮৯৬ জন ভারতীয়, ৩১৮ জন ওভারসিজ ক্রিকেটার।
দুই দিন ব্যাপী অনুষ্ঠিতব্য নিলামে ১০ টি দল বিশ্ব ক্রিকেটের প্রতিভাবান ও প্রতিষ্ঠিত ক্রিকেটারদের নিয়ে দল গড়বে।
১২১৪ রেজিস্টার্ড ক্রিকেটারের মধ্যে ২৭০ জন জাতীয় দলের হয়ে খেলেছেন (৬১ ভারতীয়, ২০৯ ওভারসিজ), ৯০৩ জন আনক্যাপড (১৪৩ জন ভারতীয় যারা আনক্যাপড হলেও আইপিএলে খেলেছেন, ৬ আনক্যাপড ওভারসিজ যারা আগে আইপিএল খেলেছেন, ৬৯২ আনক্যাপড ভারতীয় ও ৬২ ওভারসিজ আনক্যাপড) ও ৪১ জন অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটার।
যদি প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড গড়ে তাহলে ২১৭ জন ক্রিকেটার নিলামে দল পাবে। যার মধ্যে ওভারসিজ ক্রিকেটার দল পাবে সর্বোচ্চ ৭০ জন।
৩১৮ ওভারসিজ ক্রিকেটারের মধ্যে দেশভিত্তিক ব্রেকডাউন-
আফগানিস্তান- ২০
অস্ট্রেলিয়া- ৫৯
বাংলাদেশ- ৯
ইংল্যান্ড- ৩০
আয়ারল্যান্ড- ৩
নিউজিল্যান্ড- ২৯
দক্ষিণ আফ্রিকা- ৪৮
শ্রীলঙ্কা- ৩৬
ওয়েস্ট ইন্ডিজ- ৪১
জিম্বাবুয়ে- ২
ভুটান- ১
নামিবিয়া- ৫
নেপাল- ১৫
নেদারল্যান্ডস- ১
ওমান- ৩
স্কটল্যান্ড- ১
সংযুক্ত আরব আমিরাত- ১
যুক্তরাষ্ট্র- ১৪
আরও পড়ুনঃ আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মুস্তাফিজ
৩৩ জন ক্রিকেটার নিলামের আগেই দলগুলো রিটেইন করেছে বা দলে টেনেছে। আইপিএলের আগের ৮ ফ্র্যাঞ্চাইজির ২৭ ক্রিকেটার ও ২ নতুন ফ্র্যাঞ্চাইজির ৬ ক্রিকেটার স্কোয়াডে আছে।
চেন্নাই সুপার কিংস (সিএসকে)- রবীন্দ্র জাদেজা, মাহেন্দ্র সিং ধোনি, মইন আলি ও রুতুরাজ গায়কোয়াড়
দিল্লি ক্যাপিটালস (ডিসি)- রিশাব পান্ট, আক্সার প্যাটেল, পৃথ্বী শ, আনরিখ নরকিয়া
কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)- আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার ও সুনীল নারাইন
মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)- রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাহ, সুরিয়াকুমার যাদব, কাইরন পোলার্ড
পাঞ্জাব কিংস (পিবিকেএস)- মায়াঙ্ক আগারওয়াল, আর্শ্বদ্বীপ সিং
রাজস্থান রয়্যালস (আরআর)- সাঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জায়সাওয়াল
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)- ভিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ
সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)- কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ ও উমরান মালিক
টিম আহমেদাবাদ- হার্দিক পান্ডিয়া, রাশিদ খান, শুবমান গিল
টিম লখনৌ- লোকেশ রাহুল, মার্কাস স্টয়নিস, রবি বিষ্ণয়।