দুই, একটা ম্যাচ বুঝতে-বুঝতে চলে যাবেঃ মিরাজ

দুই, একটা ম্যাচ বুঝতে-বুঝতে চলে যাবেঃ মিরাজ
Vinkmag ad

হার দিয়ে বিপিএল মৌসুম শুরু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। বল হাতে জ্বলে উঠে দলকে জেতাতে না পারলেও ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন মিরাজ। এবার মিরাজের নেতৃত্বেই চট্টগ্রামের বিপিএল মিশন। প্রথম ম্যাচে হার দেখলেও নিজের দল নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক মিরাজ। তবে দিয়েছেন সহজ স্বীকারোক্তিও, ২-১টা ম্যাচ বুঝতে বুঝতেই চলে যাবে চ্যালেঞ্জার্সদের।

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাট করে চট্টগ্রাম করতে পেরেছে ৮ উইকেটে ১২৫ রান, ব্যাট রান এসেছে কেবল বেনি হাওয়েলের। ২০ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে এনে দেন লড়াকু সংগ্রহ।

পরাজয়ের কারণ হিসেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দেখেছেন ব্যাটসম্যানদের ব্যর্থতা। রান পাননি সাব্বির, আফিফ, লুইস। তবে শেষদিকে ক্যামিও ইনিংস খেলে দলের সংগ্রহ ১২০ ছাড়িয়ে দেওয়া বেনি হাওয়েল শুনলেন অধিনায়কের প্রশংসা,

‘প্রথম ম্যাচ ছিল, আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের ব্যাটসম্যানরা রান করতে পারেনি। এই উইকেটে এতো অল্প রান করে যেতা কঠিন। টি-টোয়েন্টিতে অনেক কঠিন হয়ে যায়। তারপরও আমি মনে করি যে বেনি হাওয়েল অনেক ভালো ব্যাটিং করেছে শেষের দিকে। ও রান করেছে বলে শেষের দিকে আমরা ফাইট (লড়াই) করতে পেরেছি।’

ম্যাচ হারলেও দলের সেরা পারফর্মারদের সুনাম করতে ভুল করেননি অধিনায়ক মিরাজ। এখনই শরিফুল, মুগ্ধদের নিয়ে হতাশ হতে চান না, রাখছেন বিশ্বাস। মিরাজের কণ্ঠে,

‘আপনারা দেখেছেন টি-টোয়েন্টিতে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেয়ার জন্য ২টি ওভারই যথেষ্ট। ওরা ভালো চেষ্টা করেছে (আমার বোলাররা), বিশেষ করে শরিফুল-মুগ্ধ। তবে ওরা ভালো ক্রিকেট খেলেছে বিশেষ করে জিয়া ভাই ওই সময় খুব ভালো ব্যাটিং করেছে। বল যে এটা হতে পারে, হয়তো ওরা নিজেদের ভুল যেটা আছে সেটা নিয়ে পরে আলোচনা করব। এটা এই না যে হতাশ হওয়ার কিছু নেই বা ওরা খারাপ বোলার। অবশ্যই ওরা অনেক ভালো বোলার। আপনি দেখেন শরিফুলও বাংলাদেশে অনেক ভালো করেছে, তিন ফরম্যাটেই। একটা ম্যাচ হতেই পারে। মুগ্ধ অনেক ভালো বোলার, ঘরোয়াতে পারফর্ম করেছে, ক্রিকেটে এমন হতেই পারে। ক্রিকেটে এমন দুই একদিন হতেই পারে।’

দুই, একটা ম্যাচ খেলে টুর্নামেন্টটা বুঝতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর দলগতভাবে ভালো খেলার ব্যাপারে আশাবাদী মিরাজ,

‘একটু স্পিন করছিল আমি মনে করি। তবে ব্যাটাররা ভুল করেছি। তারা যদি একটু যত্ন সহকারে দায়িত্ব নিয়ে খেলতো তাহলে ভালো হত। দেখেন আমাদের দলটা কিন্তু খুব ভালো একটা দল। খেলোয়াড়রা যারা আছে তারা রিসেন্টলি এই ফরম্যাটে খেলছে, বিদেশিরাও ভালো আছে। হয়তো ২-১টা ম্যাচ বুঝতে বুঝতে চলে যাবে। আমি মনে করি বিশ্বাস করি ওরা ভালো ক্রিকেট খেলবে। যদি ভালো ক্রিকেট খেলে আমরা বোলাররাও সাপোর্ট দিতে পারব। দুইটা মিলেই কিন্তু দল ফলাফল করে, এখনই একটা ম্যাচ দেখে বিবেচনা করা উচিৎ না, আশা করি চেষ্টা করব ভালো কিছু করার জন্য।’ 

‘যেহেতু প্রথম ম্যাচ ছিল আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। যে ল্যাকিংস গুলো ছিল সেগুলো আলোচনার মাধ্যমে শুধরে ফেলা সম্ভব। সামনে তো অনেক ম্যাচ আছে, আরও ভালো সুযোগ আছে। সামনে ম্যাচগুলোতে যদি সেগুলো শুধরে ফেলতে পারি তাহলে ভালো করতে পারব।’

৯৭ প্রতিবেদক

Read Previous

ম্যাচ জিতিয়ে জিয়া বলছেন ‘টি-টোয়েন্টি অভিজ্ঞতার খেলা’

Read Next

শেহজাদ-রিয়াদদের ঝড়ো ব্যাটিং, মিনিস্টার ঢাকার বড় সংগ্রহ

Total
12
Share