

জয় দিয়ে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) মিশন শুরু করেছে ফরচুন বরিশাল। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। যেখানে ১২ বলে ১৯* রান করে দলের জয়ে ভূমিকা রেখেছেন অভিজ্ঞ অলরাউন্ডার জিয়াউর রহমান।
৩৫ বছর বয়সী জিয়াউর রহমান প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন ২০০৫ সাল থেকে। টি-টোয়েন্টিতে খেলেছেন শতাধিক ম্যাচ। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া জিয়াউর রহমান মনে করেন অভিজ্ঞতা টি-টোয়েন্টি ফরম্যাটে কাজে দেয়।
এক ভিডিও বার্তায় জিয়াউর রহমান বলেন, ‘আমি মনে করি টি-টোয়েন্টি ম্যাচ অভিজ্ঞতার খেলা। প্রতিটি ওভারে খেলা পরিবর্তন হয়। এই খেলা বোঝাটা গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতা কাজে দেয়।’
জয় দিয়ে শুরু করায় খুশি জিয়াউর রহমানরা। এই জয় তাদেরকে ভালো দলের অনুভূতি দিবে বলছেন তিনি।
জিয়াউর রহমান বলেন, ‘আমাদের প্রথম ম্যাচে জয় হওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। টি-টোয়েন্টি ম্যাচে ধারাবাহিকতা খুব দরকার। আমরা প্রথম ম্যাচ জিতেছি, যার কারণে দ্বিতীয় ম্যাচে আমাদের সাহায্য করবে। আমাদের সবার ভেতর বিশ্বাস আসছে আমরা ভালো টিম, ইন শা আল্লাহ আমরা সামনের ম্যাচেও ভালো করবো।’
১২৫ রান তাড়া করতে নেমে ৯২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ফরচুন বরিশাল। মেহেদী হাসান মিরাজের করা ১৫ তম ওভারেই সাজঘরে ফেরে ৪ ব্যাটার। সেখান থেকে ডোয়াইন ব্রাভোকে নিয়ে কি পরিকল্পনায় এগিয়েছেন জানিয়েছেন জিয়া।
‘আসলে ওই সময়ে পরিকল্পনা ভিন্ন কিছু ছিল না। আমাদের যেহেতু দুটি উইকেট পড়ে গেছে, সেখানে আমাদের লক্ষ্য ছিল যত ডেথে (ডেথ ওভার) যাওয়া যায়, ম্যাচটা ক্লোজ করা যায়। শেষ দুই ওভার আমরা চেষ্টা করবো, যদি বেশি রান প্রয়োজন হয়। সেটার প্রয়োজন হয়নি, তার আগে আমাদের রানটা হয়ে যাওয়ায় ম্যাচটা ইজি হয়ে যায়।’
সেক্ষেত্রে ১৭ তম ওভারকে টার্নিং ওভার বলছেন জিয়া।
‘১৭তম ওভার আমাদের ম্যাচের টার্নিং পয়েন্ট। ঐ ওভার মুগ্ধ (মুকিদুল ইসলাম মুগ্ধ) করেছে, মুগ্ধ কিছু সামনে বল করেছে। ওই বলটা আমি ব্যবহার করতে পেরেছি, যার কারণে আমাদের ম্যাচটা সহজ হয়ে গেছে।’