

আজ (২১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ৮ম আসর। দিনের ২য় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে মিনিস্টার ঢাকা ও খুলনা টাইগার্স।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম।
ইনজুরির কারণে মিনিস্টার ঢাকা একাদশে নেই মাশরাফি বিন মর্তুজা। ঢাকার দলে ৩ ওভারসিজ ক্রিকেটার- ইসুরু উদানা, মোহাম্মদ শেহজাদ ও আন্দ্রে রাসেল। খুলনা টাইগার্সের৩ ওভারসিজ- আন্দ্রে ফ্লেচার, থিসারা পেরেরা ও নাভিন উল হক।
মিনিস্টার ঢাকা একাদশ-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম শেখ, জহুরুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, রুবেল হোসেন, এবাদত হোসেন, ইসুরু উদানা, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক) ও আন্দ্রে রাসেল।
খুলনা টাইগার্স একাদশ-
মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, তানজিদ হাসান তামিম, রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দি শুভ, নাভিন উল হক ও কামরুল ইসলাম রাব্বি।