

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ পর্দা উঠেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এর। উদ্বোধনী ম্যাচে একে অপরের মুখোমুখি ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এদিন টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান।
উভয় দলেই ওভারসিজ ক্রিকেটার আছেন ৩ জন করে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে কেনার লুইস, বেনি হাওয়েল ও উইল জ্যাকস। ফরচুন বরিশালে ডোয়াইন ব্রাভো, আলঝারি জোসেফ ও জ্যাকব লিনটট।
চ্যালেঞ্জার্স একাদশে জায়গা হয়নি আকবর আলি, মৃত্যুঞ্জয় চৌধুরীদের। ফরচুন বরিশাল একাদশের বাইরে আছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান রানারা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-
কেনার লুইস (উইকেটরক্ষক), শামীম হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাইম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাসুম আহমেদ।
ফরচুন বরিশাল একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলি, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলঝারি জোসেফ, জ্যাকব লিনটট, নাইম হাসান ও সালমান হোসেন।