

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে এবারের আসরে ওয়েস্ট ইন্ডিজে টাইগার যুবাদের শুরুটা হয়েছে যাচ্ছেতাই। ইংল্যান্ডের যুবারা হেসেখেলে হারায় রাকিবুল হাসানের দলকে। নিজেদের ২য় ম্যাচে কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে হারালেও দাপট দেখাতে ব্যর্থ রাকিবুলরা।
সেন্ট কিটসে কানাডা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জয়ের ব্যবধান বড় হলেও ঠিক সেভাবে পুচকে কানাডার বিপক্ষে দাপট দেখানো হয়নি বাংলাদেশের।
টসে জিতে এদিন আগে ব্যাট করতে নামে কানাডা অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার অনুপ চিমার ব্যাটে আসে ফিফটি। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন তিনি। ওপেন করতে নেমে চিমা আউট হন ৪১ তম ওভারে।
চিমাকে অন্য কোন ব্যাটার সেভাবে সঙ্গ দিতে পারে নি। ১৫ এর গন্ডি পার করতে পারেনি বাকিদের কেউই। ৪৪.৩ ওভারে ১৩৬ এ গুটিয়ে যায় তারা।
View this post on Instagram
বাংলাদেশের পক্ষে সমান ৪ টি উইকেট নেন এসএম মেহেরব হোসেন ও রিপন মন্ডল। বাকি ২ উইকেট নেন আশিকুর জামান।
১ম ম্যাচে বাজেভাবে হেরে রানরেটের অবস্থা যাচ্ছেতাই হলেও এদিন বাংলাদেশের ব্যাটিংয়ে দ্রুত রান তোলার তাগিদ দেখা যায়নি। ১৩৭ রানের লক্ষ্যে পৌছাতে ব্যাট করতে হয়েছে ৩০.১ ওভার অব্দি।
ওপেনার মাহফিজুল ইসলাম ১৪ বলে ১২ রান করে ফিরে যান। তিনে নামা প্রান্তিক নওরোজ নাবিল ৩৩ রান করতে খেলেন ৫২ বল। ফিফটি আসে ইফতেখার হোসেন ইফতির ব্যাটে। আইচ মন্ডলকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার।
View this post on Instagram
৮৯ বলে ৭ চারে ৬১ রান করে অপরাজিত থাকেন ইফতেখার, আইচ মোল্লা করেন ২০* রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
কানাডা অনূর্ধ্ব-১৯ দল ১৩৬/১০ (৪৪.৩), জশ ৮, চিমা ৬৩, ইয়াসির ১, মিহির ১১, মোহিত ১২, গুরনেক ১, গিবসন ২, কৈরাভ ১৪, শিল ৩, পরমবীর ৫, নিবলক ১*; আশিকুর ৯-১-২১-২, রিপন ৮.৩-০-২৪-৪, মেহেরব ১০-১-৩৭-৪
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪১/২ (৩০.১), মাহফিজুল ১২, ইফতেখার ৬১*, নাবিল ৩৩, আইচ ২০*; পরমবীর ৫-০-২৪-১, গিবসন ৫-০-১৮-১
ফলাফলঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী।