সাকিব বলছেন চ্যাম্পিয়ন হতে পারলে ভালো, তবে…

সাকিব বলছেন চ্যাম্পিয়ন হতে পারলে ভালো, তবে...
Vinkmag ad

বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এখনো কোনো শিরোপা জিততে পারেনি বরিশাল। ফ্র্যাঞ্চাইজি মালিকানা বদলেও মেলেনি কাঙ্খিত সাফল্য, ফাইনালে গিয়েও স্বপ্ন ভেঙেছে কয়েকবার। ২০১৬ সালের পর অবশ্য বরিশালের কোনো দলই ছিলো না বিপিএলে। আগামীকাল (২১ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া এবারের বিপিএল ফিরেছে বরিশাল।

ফরচুন বরিশাল দল গড়েছে সাকিব আল হাসান সহ দেশী-বিদেশী তারকাদের নিয়ে। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নিয়ে নিজেদের সেরাটা দিতে চায় তারা। তবে শেষ পর্যন্ত শিরোপা না জিতলেও আক্ষেপ থাকবেনা বলছেন অধিনায়ক সাকিব।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই মাঠে নামছে ফরচুন বরিশাল, প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশালে সাকিব ছাড়াও আছেন নুরুল হাসান সোহান, ইরফান শুক্কুর, জিয়াউর রহমান। বিদেশী ক্যাটাগরিতে আছেন টি-টোয়েন্টির বড় বিজ্ঞাপন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, মুজিনুর রহমান, আলঝারি জোসেফরা।

এমন দল নিয়ে শিরোপা জয়ই হতে পারে সম্ভাব্য ফল, তবে সাকিব বলছেন মাঠের ক্রিকেটে সেরাটা দেওয়া তাদের কাজ, ফল নিয়ে ভাবছেন না। বরিশালের শিরোপা খরা ঘুচানোর চাপও অনুভব করছেন না।

আজ (২০ জানুয়ারি) মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ওরকম কোন চাপ আমার কখনোই মনে হয়নি। যেটা বললাম ছয়টা দলই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে নামছে। আমরাও তার ব্যতিক্রম নই। হতে পারলে ভালো, না হতে পারলেও তেমন কিছু করার থাকবে না।’

‘যেটা আমরা করতে পারি, মাঠে আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করতে পারি। একটা দল হিসেবে খেলতে পারি। সফলতা আনার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করতে পারি।’

নিজেদের দল শিরোপা জেতার দৌড়ে এগিয়ে থাকছে সেটাও এখনই মানতে নারাজ সাকিব। টুর্নামেন্টের কয়েক ম্যাচে খেলেই তবে সেসব নিয়ে ভাবতে চান টাইগার অলরাউন্ডার।

তিনি বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে এগুলো বলা মুশকিল। বাকি পাঁচ দলের সাথে একই রকম মনে হচ্ছে আমাদের স্কোয়াড। প্রথম ২-১ টা ম্যাচ গেলে হয়তো অনেক বেশি অ্যানালাইসিস করা সম্ভব। এখন যেটা মনে হচ্ছে খুবই ব্যালেন্স একটা দল। তবে টুর্নামেন্ট শুরু হলে তারপরও আসল অবস্থা বোঝা যাবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

অধিনায়কত্ব যখন রিয়াদের ভালো খেলার অনুপ্রেরণা

Read Next

মুস্তাফিজকে বেমালুম ভুলে গেল বিসিবি!

Total
11
Share