• জুন ১০, ২০২৩

মাশরাফিকে মিস করা ঢাকার প্রত্যাশা ‘গুড মুডে’ থাকবে রাসেল

মাশরাফিকে মিস করা ঢাকার প্রত্যাশা 'গুড মুডে' থাকবে রাসেল
Vinkmag ad

বিপিএলের শুরুতে অনিশ্চিত মাশরাফি বিন মর্তুজা। ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠে মাশরাফিকে মিস করার কথা। তবে রিয়াদের প্রত্যাশা প্রথম ম্যাচে ‘গুড মুডে’ থাকবে আন্দ্রে রাসেল। দলের সবচেয়ে বড় তারকা আন্দ্রে রাসেলের ব্যাট ঝলসে ওঠলে প্রতিপক্ষের বোলারদের অবস্থা হবে ধ্বংসস্তূপ।

আগামীকাল ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনই মাঠে নামবে মিনিস্টার ঢাকা, প্রতিপক্ষ খুলনা টাইগার্স। তবে ম্যাচের আগেই নিশ্চিত করা হল, মাঠে নামা হচ্ছে না মাশরাফির।

ঢাকা শিবিরের সঙ্গে অনুশীলনে ফেরার পরই পিঠের পুরানো ব্যথা নাড়া দিয়ে ওঠেছে মাশরাফির। সঙ্গে হ্যামস্ট্রিংয়ের চোট। আর তাতেই প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে থাকবেন ম্যাশ। তবে নিজেদের তৃতীয় ম্যাচ থেকেই তাঁকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ,

‘মাশরাফি ভাই থাকলে দলের পেস বোলিং ডিপার্টমেন্ট আরও সমৃদ্ধ হয়ে যায়। কন্ডিশন বিবেচনায় উনার অভিজ্ঞতা অনেক কাজে আসে। প্রথম দুইটা ম্যাচে উনাকে সম্ভবত পাব না। তৃতীয় ম্যাচে তিনি থাকবেন ইন শা আল্লাহ, আমি আশাবাদী।’

মাশরাফি ঢাকার বোলিং বিভাগের প্রধান অস্ত্র। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে জেমকন খুলনা দলে খেলেছিলেন মাশরাফি। বল হাতে ছিলেন বেশ উজ্জ্বল। শিরোপা জিতেছিল মাহমুদউল্লাহ-মাশরাফির জেমকন খুলনা। তাই এবারের বিপিএলেও বাজিমাতের অপেক্ষায় মাশরাফি-রিয়াদ জুটি।

ক্যারিবীয় আন্দ্রে রাসেল যেকোন বোলারের কাছেই আতঙ্কের এক নাম। কারণ ব্যাট হাতে তিনি বোলারদের কচুকাটা করেন, বল আছড়ে ফেলেন গ্যালারির বাইরে। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় আকর্ষণ তিনি। এই রাসেলকেই এবার দলে পেয়ে স্বস্তিতে মিনিস্টার ঢাকা।

এবারের বিপিএল আসরে নিজের ম্যাচেই আন্দ্রে রাসেলকে গুড মুডে চান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ,

‘রাসেল (আন্দ্রে রাসেল) অনেক বড় প্লাস পয়েন্ট। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারে এরকম খেলোয়াড় আপনার দলে থাকলে তাঁর ওপর ভরসা করতেই পারেন। আশা করি কাল গুড মুডে থাকবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া, তিনে নেমেছে ভারত

Read Next

অধিনায়কত্ব যখন রিয়াদের ভালো খেলার অনুপ্রেরণা

Total
16
Share