

হার দিয়ে অধিনায়কত্বের শুরু হল লোকেশ রাহুলের। সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৩১ রানে হারাল দক্ষিণ আফ্রিকা। বাভুমা, ডুসেনের সেঞ্চুরিতে স্বাগতিকদের করা ২৯৬ রানের জবাবে ভারত থামল ২৬৪’তে। দক্ষিণ আফ্রিকা সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধান।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথমে ব্যাট করতে নেমে এইডেন মার্করাম, কুইন্টন ডি ককদের দ্রুত হারাতে হলেও ইনিংসের হাল ধরেন অধিনায়ক বাভুমা। ৫ নম্বরে নেমে পাল্টা আক্রমণ শুরু করেন ভ্যান ডার ডুসেন। বাভূমা ১১০ এবং ভ্যান ডার ডুসেন ১২৯ রান করে দক্ষিণ আফ্রিকাকে পৌঁছে দেন ২৯৬ তে।
১৪৩ বল খেলে ১১০ রানের ইনিংস সাজান বাভুমা। মেরেছেন ৮টি চার। ডুসেন সঙ্গ দিলেন ক্যাপ্টেনকে। ৯৬ বল খেলে ১২৯ করার পথে ৯ চারের সঙ্গে ৪টি ছয় মেরেছেন।
রান তাড়া করতে নেমে অধিনায়ক লোকেশ রাহুল ব্যক্তিগত ১২ রানে আউট হলেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন শিখর ধাওয়ান। তাঁকে যোগ্য সঙ্গ দেন ভিরাট কোহলি (৫১)। কিন্তু ধাওয়ান ৭৯ রানে আউট হওয়ার কিছুক্ষণ পরে কোহলিও ফিরে যান। এরপর পান্ট, শ্রেয়াস, ভেঙ্কটেশ আইয়াররা অসহায় আত্মসমর্পণ করেন।
শেষদিকে মারকুটে ব্যাটিং করে শারদুল ঠাকুর ৪৩ বলে ৫০ রান করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ২৬৫ রানেই থামতে হয় ভারতকে।
প্রোটিয়াদের ২টি করে উইকেট নেন পেসার লুঙ্গি এনগিডি, তাব্রাইজ শামসি ও আন্দিলে ফেলুকওয়ায়ো। দুর্দান্ত বোলিং করে ৪২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন কেশব মহারাজ। ১টি উইকেট নিয়েছেন এইডেন মার্করাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকাঃ ২৯৬/৪ (৫০ ওভার) ডি কক ২৭, মালান ৬, বাভুমা ১১০, মার্করাম ৪, ডুসেন ১২৯*, মিলার ২*; বুমরাহ ১০-০-৪৮-২, অশ্বিন ১০-০-৫৩-১
ভারতঃ ২৬৫/৮ (৫০ ওভার) রাহুল ১২, ধাওয়ান ৭৯, কোহলি ৫১, পান্ট ১৬, শ্রেয়াস ১৭, ভেঙ্কটেশ ২, অশ্বিন ৭, শার্দুল ৫০*, ভুবনেশ্বর ১৪*; মার্করাম ৬-০-৩০-১, মহারাজ ১০-০-৪২-১, এনগিডি ১০-০-৬৪-২, শামসি ১০-১-৫২-২, ফেলুকওয়ায়ো ৫-০-২৬-২
ফলাফলঃ দক্ষিণ আফ্রিকা ৩১ রানে জয়ী
সিরিজঃ তিন ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ তে এগিয়ে
ম্যাচ সেরাঃ রাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)।