

বিশ্বজুড়ে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসিস এবার নাম লিখিয়েছেন বিপিএলেও। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাতে বাংলাদেশে এসে নেমে পড়েছেন অনুশীলনেও। দলের অধিনায়ক ইমরুল কায়েস ইতোমধ্যে তাকে এখানকার কন্ডিশন সম্পর্কে দিয়েছেন ধারণা। ডু প্লেসিসও ভাগাভাগি করেছেন আইপিএলের মতো টুর্নামেন্টে নিজের অভিজ্ঞতা।
আন্তর্জাতিক ক্রিকেটের সুবাদে ডু প্লেসিসের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু একটা পুরো টুর্নামেন্ট, বিশেষ করে টি-টোয়েন্টির মতো ফরম্যাটে মাঠে নামার আগে উইকেটের আচরণ সম্পর্কে ধারণা থাকা জরুরি। কারণ সচরাচর যেমন উইকেটে খেলে তারা অভ্যস্ত তার চাইতে কিছুটা ভিন্ন উইকেটই হয় বাংলাদেশে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে গতকাল (১৮ জানুয়ারি) প্রথম অনুশীলন করেন ডু প্লেসিস। এই দক্ষিণ আফ্রিকানকে নিয়ে আজ (১৯ জানুয়ারি) মিরপুরে অনুশীলন শেষে কথা বলেন অধিনায়ক ইমরুল কায়েস। কায়েস জানান এই প্রোটিয়াকে দিয়েই ইনিংস উদ্বোধন করাবে কুমিল্লা, যেখানে তার সঙ্গী হবে লিটন দাস।
আরও পড়ুনঃ এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস
তবে নিউজিল্যান্ড থেকে ফেরা লিটনকে প্রথম ২ ম্যাচে পাওয়া যাচ্ছে না। ফলে শুরুর দিকে ডু প্লেসিসের সঙ্গী হতে পারেন ইমরুল নিজেও।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলপতি বলেন, ‘সে (ডু প্লেসিস) অনেক বড় তারকা। বিশেষত টি-টোয়েন্টিতে, সে তার অভিজ্ঞতা শেয়ার করেছে যে আইপিএলে বা অন্য টুর্নামেন্টগুলোতে কীভাবে ব্যাট করে। আমি তাকে বললাম আমাদের দেশের উইকেট কন্ডিশন কেমন, উইকেটগুলো কেমন থাকে।’
‘আমাদের টিমের প্ল্যান কী হওয়া উচিত। যেহেতু ওর সঙ্গে লিটন ব্যাট করবে, হয়তো প্রথম দুই ম্যাচ করবে না…তো এসব বিষয়ই শেয়ার করেছি। যেহেতু অনেক অভিজ্ঞ, মাঠে ওর সাহায্যটা দরকার।’
View this post on Instagram
‘লিটনের বিষয়টা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি (কয় ম্যাচ থাকছে না)। টিম মিটিং আছে, ওখানে সিদ্ধান্ত নেওয়া হবে সে কয়টা খেলবে বা খেলবে না। তারপর সিদ্ধান্ত হবে (প্রথম দিকে ডূ প্লেসিসের ওপেনিং পার্টনার কে হবে)। এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি আমি কোথায় খেলবো।’