

৮ ফেব্রুয়ারি, ২০১৯- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ২০১৮/১৯ এর ফাইনাল। তামিম ইকবালের অপরাজিত ১৪১ রানের সুবাদে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শিরোপা জেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ট্রফি নিতে সবার আগে যান ইমরুল কায়েস, দলটির অধিনায়ক যে ছিলেন তিনি।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এও অধিনায়কত্বের আর্মব্যান্ড থাকছে ইমরুল কায়েসের বাহুতে।
২০১৮/১৯ বিপিএলে অবশ্য শুরুতেই অধিনায়ক ছিলেন না ইমরুল কায়েস। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ শুরুর ম্যাচগুলোতে টস করতে নেমেছিলেন। তবে ইনজুরিতে মাঝপথে দেশে ফিরে যান স্মিথ, তখন অধিনায়ক হন ইমরুল কায়েস। আর সেটা দলে তামিম ইকবাল থাকার পরেও।
এবারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নেই পঞ্চপান্ডবের কেউই। আগে থেকেই দেশী কোন ক্রিকেটারকে অধিনায়ক করার ঘোষণা দিয়ে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
View this post on Instagram
আজ (১৯ জানুয়ারি) দলটির ম্যানেজার আহসানউল্লাহ হাসান ক্রিকেট৯৭ কে নিশ্চিত করেন যে ইমরুল কায়েসই হচ্ছেন এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক।
২০১১/১২ থেকে ২০১৯/২০ অব্দি বিপিএলের ৭ টি আসরেই অংশ নিয়েছেন ইমরুল কায়েস। ৮১ ম্যাচ খেলে রান করেছেন ১৭৭৪। সেঞ্চুরি না থাকলেও ফিফটি আছে ৮ টি।
ইমরুল কায়েস সবচেয়ে সফল ছিলেন গেলবারের বিপিএলে (২০১৯-২০)। সেখানে ১৩ ম্যাচে ৪৯.১১ গড়ে ৪৪২ রান করেছিলেন তিনি। ৮ বিপিএল ফিফটির ৪ টিই এসেছিল এই আসরে।
আগামী ২২ জানুয়ারি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১২ঃ৩০ টায়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-
মুস্তাফিজুর রহমান, সুনীল নারাইন, মইন আলি, ফাফ ডু প্লেসিস, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস (অধিনায়ক), তানভীর ইসলাম, ক্যামেরুন ডেলপোর্ট, ওশান থমাস, করিম জানাত, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, মেহেদী হাসান।