

পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইন এবারই প্রথম বিগ ব্যাশ লিগে খেলেছেন। অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-তোয়েন্টি টুর্নামেন্টে শুরুর আসরেই নজর কেড়েছেন হাসনাইন। তবে দুঃসংবাদও আছে এই তরুণ পেসারের জন্য। বিগ ব্যাশের আম্পায়াররা তার বোলিং অ্যাকশন অবৈধ বলে সন্দেহ করেছে।
জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী মোহাম্মদ হাসনাইনকে আইসিসি স্বীকৃত বায়োমেকানিক ল্যাবরেটরিতে বোলিং অ্যাকশনের বৈধতা যাচাইয়ের পরীক্ষা দিতে হবে। লাহোরে এই পরীক্ষা দিবেন হাসনাইন।
সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচে ময়সেস হেনরিকসের বিপক্ষে এক বাউন্সার ছোড়েন। ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছোরা ঐ বাউন্সারের পর হেনরিকস হাসনাইনকে বলেন ‘নাইস থ্রো মেট’।
Things got heated in the middle of the Sydney Smash! ???? #BBL11
— cricket.com.au (@cricketcomau) January 15, 2022
সেই বাউন্সার না খেলতে পেরে হাসনাইনের বিপক্ষে চাকিংয়ের অভিযোগ আনেন হেনরিকস।
যদি বোলিং অ্যাকশনের পরীক্ষাইয় হাসনাইন উতরে যান তাহলে তার বোলিং অ্যাকশন বৈধ বলে বিবেচিত হবে এবং আসন্ন পিএসএলে তিনি খেলতে পারবেন। কিন্তু যদি ‘অবৈধ’ বলে বিবেচিত হয় তাহলে অ্যাকশন না শোধরানো পর্যন্ত সবধরণের ক্রিকেটে বোলিং করতে পারবেন না তিনি। পিসিবি চাইলে অবশ্য ঘরোয়া লিগে বোলিং করতে পারবেন তিনি।