

৩ হাফ সেঞ্চুরির কল্যাণে দুরন্ত জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে অনুষ্ঠিত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে তারা জিম্বাবুয়েকে হারায় ৫ উইকেটের ব্যবধানে। বিফলে যায় শন উইলিয়ামসের দাপুটে সেঞ্চুরি।
২৯৭ রানের বড় সংগ্রহ তাড়া করতে নেমে ব্যাটসম্যানদের চমৎকার ব্যাটিংয়ে জয়লাভে বেগ পেতে হয়নি স্বাগতিকদের। ওপেনিংয়ে পাথুম নিশাঙ্কার ৭৫ রানের পর মিডল অর্ডারে অভিজ্ঞ দীনেশ চান্দিমালের ৭৫ ও চারিথ আসালঙ্কার ৭১ রানের কল্যাণে ৯ বল হাতে রেখে জয় পেয়ে যায় দাসুন শানাকার দল। এছাড়া কুশল মেন্ডিস ২৬ ও কামিন্দু মেন্ডিস ১৭ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড এনগারাভা ৩টি এবং ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজা ১টি করে উইকেট পান।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৯৬ রান করে জিম্বাবুয়ে। উইলিয়ামস ১০০ রান পূর্ণ করে উইকেট হয়ে যান। এছাড়া রেজিস চাকাভা ৭২ ও অভিষিক্ত তাকুদজওয়ানাশে কাইতানো ৪২ রান করেন।
লঙ্কানদের পক্ষে চামিকা করুণারত্নে ৩টি এবং জেফ্রি ভ্যান্ডারসে ও নুয়ান প্রদীপ ২টি করে উইকেট পান।
ম্যাচ সেরার পুরষ্কার বর্তায় চান্দিমালের হাতে।
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়েঃ ২৯৬/৯ (৫০), চাকাভা ৭২, কাইতানো ৪২, আরভিন ৯, উইলিয়ামস ১০০, মাধেভেরে ২০, রাজা ১৮, বার্ল ৪, মাসাকাদজা ৬, মুজারাবানি ৩, চাতারা ১*, এনগারাভা ১০*; প্রদীপ ১০-১-৫৪-২, করুণারত্নে ১০-১-৬৯-৩, ভ্যান্ডারসে ৬-০-৪৪-২, কামিন্দু ৬-০-৩২-১
শ্রীলঙ্কাঃ ৩০০/৫ (৪৮.৩), নিশাঙ্কা ৭৫, কুশল ২৬, কামিন্দু ১৭, চান্দিমাল ৭৫, আসালঙ্কা ৭১, শানাকা ১০*, করুণারত্নে ৫*; মুজারাবানি ৯.৩-৫৮-১, এনগারাভা ৯-০-৫৬-৩, রাজা ৪-০-২৩-১
ফলাফলঃ শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা)।