

আসন্ন বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) সবচেয়ে বেশি আলোচনার মধ্যে থাকা দল ঢাকা। শুরুতে একটি কোম্পানি মালিকানা পেলেও পরবর্তীতে তারা মালিকানা হারায়। বিসিবি দায়িত্ব নিয়ে দল গোছায়। শেষমেশ মিনিস্টার গ্রুপ যুক্ত হয়, দলের নাম হয় মিনিস্টার ঢাকা।
ড্রাফটের আগে মাহমুদউল্লাহ রিয়াদকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেড়ায় ঢাকা। পরে ড্রাফট থেকে নেয় তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজার মত ক্রিকেটারদের।
বিপিএল ও বাংলাদেশ দলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিন পান্ডব/অধিনায়কের দলকে নেতৃত্ব দিবেন কে তা নিয়ে আলোচনা ছিল।
অবশেষে সেই আলোচনার ইতি ঘটেছে। মিনিস্টার ঢাকা মাহমুদউল্লাহ রিয়াদকে তাদের দলের অধিনায়ক হিসাবে চূড়ান্ত করেছে।
আগামীকাল (১৭ জানুয়ারি) মিনিস্টার ঢাকা দলের জার্সি উন্মোচিত হবে। যেখানে উপস্থিত থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালও।
মিনিস্টার ঢাকা-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইসুরু উদানা, নাজিবউল্লাহ জাদরান, কায়েস আহমেদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম, মোহাম্মদ শেহজাদ, ফজলে হক ফারুকি, নাইম শেখ, আরাফাত সানি, ইমরানুজ্জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন।