

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৪ তম আসর শুরু ওয়েছে ওয়েস্ট ইন্ডিজে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অস্ত্রেলিয়া, স্কটল্যান্ডকে অনুমিতভাবেই হারিয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার জয়ের দিনে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছেন অলরাউন্ডার নিভেথান রাধাকৃষ্ণান।
নিভেথান রাধাকৃষ্ণান বিশ্বের বিরল ধরণের ক্রিকেটার (অ্যাম্বিডেক্সট্রেস)। সব্যসাচী এই ১৯ বছর বয়সী ডান ও বাম দুই হাতেই বোলিং ও ব্যাটিং করতে পারেন।
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা রাধাকৃষ্ণান জন্মেছেন চেন্নাইয়ে। তার বয়স যখন ১০ বছর তার পরিবার অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়।
সিডনিতে বেড়ে উঠলেও তাসমানিয়ার হয়ে সুযোগ পান রাধাকৃষ্ণান। সম্প্রতি আইসিসিকে তিনি জানিয়েছিলেন আম্পায়ারের সঙ্গে আলাপ না করেই তাকে বোলিং আর্ম পরিবর্তন করার সুযোগ দেওয়া প্রসঙ্গে।
View this post on Instagram
শুক্রবার অজি যুবাদের পক্ষে ব্যাট হাতে ৩১ রান করার পাশাপাশি বল হাতে ৩ উইকেট নেন।
— Cricket97 (@cricket97bd) January 15, 2022
সোমবার পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার যুবাদের হয়ে লড়বে অস্ট্রেলিয়ারা।