

আগামীকাল (১৫ জানুয়ারি) ফাইনাল দিয়ে পর্দা নামছে ইন্ডিপেন্ডেন্স কাপের। মূলত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণকেই বিসিবি ইন্ডিপেন্ডেন্স কাপ নাম দিয়েছে। বিসিএলের লঙ্গার ভার্সনে ফাইনাল খেলা দুই দল ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি সাউথ জোনই মুখোমুখি হচ্ছে আগামীকালকের ফাইনালে। যেখানে সাউথ জোন মুখিয়ে আছে লঙ্গার ভার্সনের ফাইনাল হারের প্রতিশোধ নিতে। অন্যদিকে একই প্রতিপক্ষকে হারিয়ে টানা দুই শিরোপায় চোখ ওয়ালটন সেন্ট্রাল জোনের।
লিগ পর্বের শেষ ম্যাচে ওয়াল্টন সেন্ট্রাল জোনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বিসিবি সাউথ জোন। যে ম্যাচে হারলেও শীর্ষে থেকেই ফাইনাল খেলছে ওয়ালটন সেন্ট্রাল জোন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯ টায়।
ওয়ালটন সেন্ট্রাল জোনকে নেতৃত্ব দিচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এই অলরাউন্ডার ব্যাটে-বলেও খেলছেন দারুণ। ৩ ম্যাচে এক ফিফটিতে করেছেন ১১৫ রান। যেখানে দলের দুই জয়েই রেখেছেন অনন্য ভূমিকা। বল হাতে ৩ ম্যাচে উইকেট শিকার ৪ টি।
ফাইনালের আগে অবশ্য নিজের পারফরম্যান্স নয় দল নিয়েই বেশি ভাবছেন মোসাদ্দেক। দুই দলের লড়াইটা জমবে বলেও আশাবাদী তিনি।
আজ (১৪ জানুয়ারি) সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বা আমার দল কেউ চাপে নেই। আশা করছি ভালো একটা ম্যাচ হবে। এ নিয়ে আশাবাদী। নিজের পারফরম্যান্সে সন্তুষ্টির জায়গা পুরোপুরি নেই। খেলার সময় দলই বেশি প্রাধান্য পায়। নিজের জন্য খেলার চেয়ে দলের জন্য খেলা জরুরী। সেটা করতে পেরে খুশি। আলাদা কোনো চাপ না।’
ওয়ালটন সেন্ট্রাল জোন সাকিব আল হাসানকে দলে ভেড়ালেও সেবা পায়নি ২ মাচের বেশি। লিগ পর্বের শেষ ম্যাচ ও ফাইনাল না খেলেই টুর্নামেন্টের মাঝপথে ঢাকায় ফেরেন টাইগার অলরাউন্ডার।
সাকিবকে মিস করবেন উল্লেখ করে মোসাদ্দেক যোগ করেন, ‘সাকিব ভাই সবসময়ই একটা ফ্যাক্ট। শুধু ফ্যাক্ট না, সে যে দলে থাকবে সে দল অন্যান্য দলের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে।’
সময় গড়ানোর সাথে সাথে উইকেটের উন্নতি হয়েছে বলে মনে করেন ওয়ালটন সেন্ট্রাল জোন অধিনায়ক। তার মতে এমন উইকেট থাকলে ফাইনালে হবে দারুণ এক ম্যাচ।
এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘প্রথম ম্যাচে যে রানগুলো করে জিতেছি, খেয়াল করে দেখবেন প্রথম দুই ম্যাচের মত উইকেট কাল ছিল না। খুবই ভালো উইকেট ছিল, উইকেটের উন্নতি হয়েছে। উইকেট এমন থাকলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’
প্রতিপক্ষ বিসিবি সাউথ জোনে আছে মুস্তাফিজুর রহমানের মতো পেসার। ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে নাইম হাসানের সাথে যিনি ইতোমধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন।
মুস্তাফিজকে সামলাতে আলাদা পরিকল্পনা সম্ভব নয় বলছেন মোসাদ্দেক, ‘মুস্তাফিজকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা করতে পারবেন না। সবাই জানে মুস্তাফিজ এক্সেপশনাল। ওর কাজ ও করবেই, আমাদের কাজ থাকবে প্রক্রিয়া মেনে সেরা ক্রিকেট খেলার।’
এদিকে চারদিনের টুর্নামেন্টের ফাইনালে ওয়ালটন সেন্ট্রাল জোনের কাছে হেরেই শিরোপা বঞ্চিত হয় বিসিবি সাউথ জোন। ওয়ানডে ফরম্যাটের ইন্ডিপেন্ডেন্স কাপের লিগ পর্বে তাদের হারিয়েও প্রতিশোধের আগুন নিভছেনা বিসিবি সাউথ জোনের। ফাইনালে তাদের হারিয়ে শিরোপা জিতে তবেই প্রতিশোধের ষোলকলা পূর্ণ করতে চায় দলটি।
দলের ম্যানেজার জামাল উদ্দিন বাবু বলেন, ‘আমরা চারদিনের ম্যাচে তাদের বিপক্ষে হেরেছি। এবার আমরা প্রস্তুতি নিয়ে নেমেছি। শেষ ম্যাচে তাদের হারিয়েছি। আমাদের মোস্তাফিজের মতো বোলার আছে। আশা করি চ্যাম্পিয়ন হবো।’