

পাকিস্তান সফরে যাবেন না অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক। যদিও মার্চ-এপ্রিলে পাকিস্তান সফরে তাকে দলে রাখার সম্ভাবনা ছিল।
সূত্র অনুযায়ী, গত মাসে পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) খেলোয়াড়দের সাথে আলোচনা করেছিল। যদিও এসিএ আশাও করছে না যে সব খেলোয়াড়ই পাকিস্তানে যাবে। কেননা নিরাপত্তার বিষয়টি মাথায় রাখছে তারা।
এ মুহুর্তে ইংল্যান্ডের বিপক্ষে হোবার্টে অ্যাশেজের ৫ম টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে অজিরা।
১৯৯৮ এর পর এই প্রথম পাকিস্তান সফরে যাবে অজিরা। স্টার্কের যাওয়ার ইচ্ছা আছে কীনা এ সফরে, জিজ্ঞাসা করা হলে তিনি এ সফরে নিজের অনাগ্রহ প্রকাশ করেন।
দ্য সিডনি হেরাল্ড মর্নিংকে স্টার্ক জানান, ‘ আসন্ন সফর নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমি মনে করি খেলোয়াড়দের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে।’
‘যদিও এ সপ্তাহে আমাদের টেস্ট আছে এবং আমরা পারফর্ম করছি। এরপর আমাদের পরবর্তী কাজের কথা ভাবতে হবে।’
আসন্ন সফরে খেলোয়াড়রা যেন যেতে আগ্রহী হয়, সেজন্য এসিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তাদেরকে বুঝানোর চেষ্টা করেন।
তিনি বুঝতে পারছেন, পাকিস্তান সফরের ব্যাপারে কিছু খেলোয়াড় অস্বস্তিতে ভুগছেন এবং তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর প্রয়োজনীয়তা বোধ করছেন।
পাকিস্তান সফরে ৩টি করে টেস্ট ও ওয়ানডে এবং ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা।