করোনায় বদলে গেল সূচি

করোনায় বদলে গেল সূচি
Vinkmag ad

আবারও ক্রিকেটাঙ্গনে করোনার হানা। উইন্ডিজ সফরে আসা আয়ারল্যান্ড দলের গোটা পাঁচ ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ বাতিল করা হয়। যা ১১ জানুয়ারি সাবাইনা পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এবার মিলেছে স্বস্তির খবর। সূচি পরিবর্তন করে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজের বাকি দুই ম্যাচ।

মঙ্গলবার (১১ই জানুয়ারি) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতি প্রকাশ করে জানায়, জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় ওয়ানডে ১৩ জানুয়ারি এবং শেষ ওয়ানডে রবিবার ১৬ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

পাঁচটি পজিটিভ কেস এবং সেই সাথে আয়ারল্যান্ড শিবিরে ইনজুরির কারণে দ্বিতীয় ওয়ানডের আগে আয়ারল্যান্ড স্কোয়াড শূন্য হয়ে যাওয়ায় পুনঃশিডিউল করা হয়েছে। যা মূলত মঙ্গলবার, ১১জানুয়ারিতে নির্ধারিত ছিল।

সংশোধিত সময়সূচী এবং দলের ভ্রমণ পরিকল্পনা এবং পরবর্তী ফিক্সচারের উপর প্রভাব এড়াতে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করা হয়েছে। তবে চলমান এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলি আইসিসি ওডিআই সুপার লিগের অংশ।

গত শনিবার প্রথম ওয়ানডেতে ২৪ রানে জয়ের পর তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

৯৭ ডেস্ক

Read Previous

তামিম-আশরাফুলদের কচ্ছপ গতির ব্যাটিং, হারল দল

Read Next

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে প্রস্তুতি সারল টাইগার যুবারা

Total
1
Share