

আবারও ক্রিকেটাঙ্গনে করোনার হানা। উইন্ডিজ সফরে আসা আয়ারল্যান্ড দলের গোটা পাঁচ ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ বাতিল করা হয়। যা ১১ জানুয়ারি সাবাইনা পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এবার মিলেছে স্বস্তির খবর। সূচি পরিবর্তন করে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজের বাকি দুই ম্যাচ।
মঙ্গলবার (১১ই জানুয়ারি) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতি প্রকাশ করে জানায়, জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় ওয়ানডে ১৩ জানুয়ারি এবং শেষ ওয়ানডে রবিবার ১৬ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।
CWI and CI announce revised tour schedule for 2nd and 3rd CG Insurance ODIs | Schedule Details: https://t.co/rgstssaDnT
— Windies Cricket (@windiescricket) January 11, 2022
পাঁচটি পজিটিভ কেস এবং সেই সাথে আয়ারল্যান্ড শিবিরে ইনজুরির কারণে দ্বিতীয় ওয়ানডের আগে আয়ারল্যান্ড স্কোয়াড শূন্য হয়ে যাওয়ায় পুনঃশিডিউল করা হয়েছে। যা মূলত মঙ্গলবার, ১১জানুয়ারিতে নির্ধারিত ছিল।
সংশোধিত সময়সূচী এবং দলের ভ্রমণ পরিকল্পনা এবং পরবর্তী ফিক্সচারের উপর প্রভাব এড়াতে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করা হয়েছে। তবে চলমান এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলি আইসিসি ওডিআই সুপার লিগের অংশ।
📡: RESCHEDULED FIXTURES
The two remaining ODIs between Ireland Men and West Indies Men have been rescheduled and will be played 13 and 16 January.
➡️ https://t.co/SVlUAsBamx#BackingGreen ☘️🏏 pic.twitter.com/SjDaXBgkry
— Cricket Ireland (@cricketireland) January 11, 2022
গত শনিবার প্রথম ওয়ানডেতে ২৪ রানে জয়ের পর তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।