

নিজ দেশের সর্বোচ্চ টেস্ট রানের মালিক, সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার রস টেইলর বিদায় বললেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে। সিরিজ শুরুর আগেই ঘোষণা দিয়েছেন, যার ইতি ঘটলো ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের কাছ থেকে পেলেন গার্ড অব অনার। যা জীবনেও ভুলবেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও দেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। ম্যাচ শেষে টাইগার দলপতি মুমিনুল হক জানালেন গার্ড অব অনারের ভাবনা নিয়ে।
টম ল্যাথাম ও ডেভন কনওয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম দিন নামারই সুযোগ হয়নি টেইলরের। তবে দ্বিতীয় দিন ব্যাট হাতে নামতেই গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান এই কিউই ব্যাটারকে। মাঠে প্রবেশ করতেই পেলেন টাইগারদের কাছ থেকে গার্ড অব অনার। ক্যারিয়ারের শেষ ইনিংসে আউট হন ৩৯ বলে ২৮ রান করে।
View this post on Instagram
বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করা লাগেনি নিউজিল্যান্ডকে, ব্যাট হাতে নিতে হয়নি টেইলরকেও।
প্রথম ইনিংসেই টেইলরকে গার্ভ অব অনার দেওয়া প্রসঙ্গে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল বলেন, ‘আমরা প্রথম দিন আভাস পেয়েছি চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টি হতে পারে। প্রথম টেস্টেই আমরা সিদ্ধান্ত নিই, যেহেতু এটা রস টেইলরের শেষ টেস্ট হতে যাচ্ছে তাই তাকে আমরা সম্মান জানাবো। এ কারণেই গার্ড অব আনার দেওয়া, সবাই চিয়ার আপ করেছে, এটা নিয়ে সবাই খুশি। অধিনায়ক হিসেবে আমার জন্যও এটা বিশেষ কিছু।’
টেইলর প্রসঙ্গে মুমিনুলের ভাষ্য, ‘আমাদের বেড়ে ওঠার সময়টাতেই দেখেছি তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলছে। আমি মনে করি তিনি নিউজিল্যান্ডের একজন কিংবদন্তী। আমরা সবসময় দেখে আসছি তার ক্যারিয়ারে সে দুর্দান্ত করেছে নিউজিল্যান্ডের হয়ে।’
‘তিনি যেভাবে শেষ করেছে, আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে মিস করবো। সবাই তাকে মিস করবে, বিশেষ করে নিউজিল্যান্ড। সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ রস (টেইলর), আপনার পরবর্তী জীবনের জন্য শুভ কামনা।’