

জিম্বাবুয়ের প্রধান কোচ লালচাঁদ রাজপুত করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন। সোমবার শ্রীলঙ্কায় পৌঁছে করোনা ভাইরাসের জন্য র্যাপিড এন্টিজেন টেস্ট করলে ফল ‘পজিটিভ’ আসে।
লালচাঁদ রাজপুত করোনা পজিটিভ হবার খবর এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
SAFE ARRIVAL . . . The 🇿🇼 team after touching down in Colombo in the early hours of Monday ahead of the three-match ODI series versus 🇱🇰 set for Kandy#SLvZIM | #VisitZimbabwe | #BowlOutCovid19
📸 @OfficialSLC pic.twitter.com/QEqAhsRbkw
— Zimbabwe Cricket (@ZimCricketv) January 10, 2022
৩ টি ওয়ানডে খেলতে হারারে থেকে শ্রীলঙ্কা এসেছে জিম্বাবুয়ে। দলের সঙ্গে যোগ দিতে ভারত থেকে আসেন রাজপুত। করোনা পজিটিভ হলেও তিনি ভালো আছেম, করোনা সংক্রান্ত কোন উপসর্গ নেই তার।
রাজপুত এই মুহূর্তে কলম্বোতে কোয়ারেন্টাইনে আছেন। জিম্বাবুয়ে শিবিরের বাকি সদস্যরা গেছেন ক্যান্ডিতে যেখানে বায়ো বাবল প্রটোকল অনুযায়ী তারা থাকবেন ৩ দিনের আইসোলেশনে।
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের তিনটি ওয়ানডে ম্যাচ আইসিসি ওয়ানডে সুপার লিগের আওতাধীন থাকবে। ক্যান্ডি পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৬, ১৮ ও ২১ জানুয়ারি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াডঃ
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গে, তাকুদজওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, টিনোটেন্ডা মুতুমবোদজি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা এবং শন উইলিয়ামস।