শ্রীলঙ্কা সফরে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন

আরভিনের ব্যাটে জিম্বাবুয়ের স্বস্তির জয়
Vinkmag ad

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিবেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার ক্রেইগ আরভিন। গত বছরের আগস্ট ও সেপ্টেম্বরে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড ট্যুরে সীমিত ওভারের ওভারের সিরিজে দলকে প্রথমবারের মত নেতৃত্ব দিয়েছিলেন আরভিন।

শুক্রবার ঘোষিত ১৫ সদস্যের জিম্বাবুয়ে দল ঘোষণা করা হয়, যেখানে অধিনায়ক হিসেবে আছেন আরভিন।

দলে দুইজন নতুন খেলোয়াড় রয়েছেন। ওপেনিং ব্যাটসম্যান তাকুদজওয়ানাশে কাইতানো এবং উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দে। এছাড়া দলে ফিরেছেন অলরাউন্ডার টিনো মুতুমবোদজি।

তিনটি ম্যাচ সুপার লিগের আওতাধীন থাকবে। ক্যান্ডি পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৬, ১৮ ও ২১ জানুয়ারি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াডঃ

ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গে, তাকুদজওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, টিনোটেন্ডা মুতুমবোদজি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা এবং শন উইলিয়ামস।

৯৭ ডেস্ক

Read Previous

ক্রাইস্টচার্চে আজ বাংলাদেশের দারুণ সকাল

Read Next

জোড়া সেঞ্চুরি করেও দলে জায়গা হবে কিনা জানেন না খাজা

Total
1
Share