

মাউন্ট মঙ্গানুই টেস্টে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে তাদের বিপক্ষে প্রথম কোন ম্যাচে জয় দেখেছিল টাইগাররা। সেটাকে অতীত করে আজ নতুন মিশনে একে অপরের মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে আজ থেকে শুরু হয়েছে সিরিজের ২য় ও শেষ টেস্ট।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন, দুইটিই ইনজুরির কারণে। মাহমুদুল হাসান জয়ের আঙ্গুলের ইনজুরিতে টেস্ট অভিষেক হচ্ছে মোহাম্মদ নাইম শেখের। ম্যাচের আগে ইনজুরিতে পড়া মুশফিকুর রহিমের বদলে সেরা একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান।
অন্যদিকে কিউই একাদশে কেবল একটি পরিবর্তন। স্পিন বোলিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র’র জায়গায় খেলছেন পেস বোলিং অলরাউন্ডার ড্যারিল মিচেল।
বাংলাদেশ একাদশ-
সাদমান ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
A toss win for @BCBtigers and Mominul Haque who opts to bowl first at Hagley Oval. @RossLTaylor equalling Daniel Vettori’s record of 112 Tests for New Zealand. Follow play LIVE with @sparknzsport and @MagicTalkRadio in NZ. LIVE scoring | https://t.co/axYhUf3UBU #NZvBAN pic.twitter.com/2fE5A23Ecn
— BLACKCAPS (@BLACKCAPS) January 8, 2022
নিউজিল্যান্ড একাদশ-
টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেইলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়েগনার ও ট্রেন্ট বোল্ট।