

নতুন বছরের শুরুর ম্যাচেই বাজিমাত করল বাংলাদেশ টেস্ট দল। সাদা পোশাকে হলো রঙ্গিন উৎসব। দেশের মাঠে নিউজিল্যান্ড দলের বিজয়রথ হ্যাঁচকা টানে থামিয়ে দিল মুমিনুল হকের দল। এবার মিশন ক্রাইস্টচার্চ জয়। ঘরের দল নিউজিল্যান্ডকে আরও একবার হুংকার দিতে প্রস্তুত টাইগারদের পাল। বাংলাদেশের পেস তান্ডবে উড়ে যেতে পারে সবুজ পিচের রাজারা। এ ম্যাচে সেরা একাদশে আসবে হয়তো একটি মাত্র পরিবর্তন। সাদা পোশাকে অভিষেকের গল্প লিখতে প্রস্তুত হচ্ছেন নাইম শেখ।
ক্রাইস্টচার্চের সবুজ ঘাসে মোড়া উইকেট। আকাশে মেঘের আনাগোনা। পেস বোলারদের জন্য আদর্শ একটা পরিবেশেই বাংলাদেশ দলকে স্বাগত জানাতে তৈরি নিউজিল্যান্ড। বিপরীতে, বাংলাদেশের সামনে এবার সুবর্ণ সুযোগ কিউইদের মাটিতে সিরিজ জয়ের খরা কাটানোর। মাউন্ট মঙ্গানুই টেস্টের পারফরম্যান্সটা ক্রাইস্টচার্চে ধরে রাখতে পারলেই আসবে দেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যটা। ড্র করতে পারলেই তো নিশ্চিত হয়ে যাবে সিরিজ জয়। কিন্তু সহজেই টাইগারদের ছেড়ে দেওয়ার চিন্তা নেই কিউইদের। মরিয়া চেষ্টা করবে সমতা ফেরাতে।
সবুজ উইকেটে মুমিনুল হকের দলকে কাত করার পরিকল্পনা যদি বুমেরাং হয়ে ফিরে আসে। কারণ প্রতিপক্ষে ব্যাট হাতে যাঁরাই থাকুন না কেন, তাসকিন-ইবাদত-শরিফুলদের খেলাটা খুব কঠিন কাজ। তাই কিউই বোলাররা যে পরিস্থিতি কাজে লাগানোর কথা ভাবছেন সেটা তাসকিনরা কাজে লাগিয়ে ফেললে লাথাম-কনওয়েদের অবস্থা খারাপ হতে পারে।
ক্রাইস্টচার্চের সবুজ উইকেট হলেও, বাংলাদেশের জন্য থাকবে বড় এডভান্টেজ। প্রথম টেস্টে পেসাররা নিজেদের দায়িত্ব পালন করেছে। যে তিনজন পেসার খেলছে সেরা একাদশে, তারা খুব ভালো বল করছে। আর সব ছাপিয়ে এবাদত হোসেন তো নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। এবার শুধুই দরকার ধারাবাহিকতা।
তবে টস জেতাটা এই টেস্টে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ, নিউজিল্যান্ডে সবসময় দ্বিতীয়-তৃতীয় দিনে উইকেটটা খুবই ভালো থাকে। টস জিতে ফিল্ডিং নেওয়া দল ক্রাইস্টচার্চ টেস্টে এগিয়ে থাকতে ঢের। আগের টেস্টের চনমনে, হার-না-মানা মনোভাবটাই এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ দলকে।
এই ম্যাচে বাংলাদেশের সেরা একাদশে আসবে একটি পরিবর্তন। চোটে পড়ে পর্যবেক্ষণে আছেন প্রথম টেস্টের ওপেনার মাহমুদুল হাসান জয়। তাঁর জায়গায় সাদা পোশাকে অভিষেক ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে ওপেনার মোহাম্মদ নাইম শেখের।
আগামীকাল রবিবার (৯ই জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
সাদমান ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশঃ
টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেইলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়েগনার ও ট্রেন্ট বোল্ট।