

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বিসিবি আয়োজন করছে ইন্ডিপেন্ডেন্স কাপ ২০২১-২২ এর। মূলত বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ) এর ৪ টি দলই খেলবে এই টুর্নামেন্টে, তবে ৫০ ওভারের ফরম্যাটে।
আগামীকাল (৯ জানুয়ারি) থেকে সিলেটের দুই ভেন্যুতে মাঠে গড়াবে ৭ ম্যাচের এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ ৪ দলের স্কোয়াড ও সূচি চূড়ান্ত করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
ইন্ডিপেন্ডেন্স কাপ ২০২১-২২ এ ওয়ালটন সেন্ট্রাল জোনের স্কোয়াডে আছেন সাকিব আল হাসান। গুঞ্জন থাকলেও শেষমেশ বিসিএল খেলা হচ্ছে না মাশরাফি বিন মর্তুজার।
এই টুর্নামেন্টের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে বিসিবি লাইভ ইউটিউব চ্যানেল, ম্যাচগুলো শুরু হবে সকাল ৯ টা থেকে।
Independence Cup matches will be live streamed on BCB Live YouTube channel. Matches start at 09h00. pic.twitter.com/JUHg1WhVNQ
— Shihab Ahsan Khan (@shihabahsankhan) January 8, 2022
বিসিবি সাউথ জোন-
মাইশুকুর রহমান, এনামুল হক, মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, ফরহাদ রেজা, নাসুম আহমেদ, অমিত হাসান, তৌহিদ হৃদয়, পিনাক ঘোষ, জাকির হাসান, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান রানা ও মোহাম্মদ রিশাদ হোসেন।
ওয়ালটন সেন্ট্রাল জোন-
আব্দুল মজিদ, মিজানুর রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইবুর রহমান পারভেজ, আল আমিন, জাকের আলি অনিক, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মুরাদ ও নাজমুল ইসলাম অপু।
বিসিবি নর্থ জোন-
মার্শাল আইয়ুব, নাইম ইসলাম, সানজামুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, একেএস স্বাধীন, পারভেজ হোসেন ইমন, শফিকুল ইসলাম, মোহাম্মদ শরিফউল্লাহ, আরিফুল হক, আমিনুল ইসলাম বিপ্লব, আকবর আলি ও শফিউল ইসলাম।
ইসলামী ব্যাংক ইস্ট জোন–
ইমরুল কায়েস, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, তানভীর ইসলাম, রনি তালুকদার, রুবেল হোসেন, নাদিফ চৌধুরী, প্রীতম কুমার, নাইম হাসান, সোহরাওয়ার্দি শুভ, শাহাদত হোসেন দিপু, মোহাম্মদ আশরাফুল, রেজাউর রহমান রাজা ও আলাউদ্দিন বাবু।
ইন্ডিপেন্ডেন্স কাপ ২০২১-২০২২ এর সূচি-
৯ জানুয়ারি-
বিসিবি সাউথ জোন বনাম বিসিবি নর্থ জোন- সিলেট একাডেমি
ইসলামী ব্যাংক ইস্ট জোন বনাম ওয়ালটন সেন্ট্রাল জোন- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১১ জানুয়ারি-
বিসিবি সাউথ জোন বনাম ইসলামী ব্যাংক ইস্ট জোন– সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম বিসিবি নর্থ জোন- সিলেট একাডেমি
১৩ জানুয়ারি-
বিসিবি সাউথ জোন বনাম ওয়ালটন সেন্ট্রাল জোন- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
ইসলামী ব্যাংক ইস্ট জোন বনাম বিসিবি নর্থ জোন- সিলেট একাডেমি
১৫ জানুয়ারি- ফাইনাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।