ক্রাইস্টচার্চ টেস্টে চ্যালেঞ্জ দেওয়া নেওয়াতে যেতে চায়না বাংলাদেশ

ক্রাইস্টচার্চ টেস্টে চ্যালেঞ্জ দেওয়া নেওয়াতে যেতে চায়না বাংলাদেশ
Vinkmag ad

২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে এগিয়ে আছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইতে ইতিহাস গড়া বাংলাদেশ ক্রাইস্টচার্চে ড্র করলেই গড়বে আরেক ইতিহাস। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের, ফলে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলাই যায়। কিন্তু দলের সাথে থাকা টাইগার নির্বাচক আব্দুর রাজ্জাক বিষয়টাকে এভাবে ভাবতে নারাজ, তার মতে এগিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে ফল বের করা এতো সহজও হবে না।

মাউন্ট মঙ্গানুইয়ের উইকেটে খুব বেশি ঘাস ছিলো না। তবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বরাবরের মতো অপেক্ষায় সুবজ উইকেট। নিজেদের শক্তির মূল জায়গা পেস নিয়ে সিরিজ বাঁচানোর সর্বোচ্চ চেষ্টাই করবে কিউইরা। ফলে বাংলাদেশের জন্য বিষয়টি চ্যালেঞ্জিং হওয়ারই কথা, আবার বাংলাদেশ সিরিজে এগিয়ে আছে বলে নিউজিল্যান্ডের জন্যও কাজটা চ্যালেঞ্জিং হবে।

কিন্তু টাইগার নির্বাচক আব্দুর রাজ্জাক কোনো ধরণের চ্যালেঞ্জে না গিয়ে নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করার দিকেই মনোযোগ দিচ্ছেন। আগামীকাল (৯ জানুয়ারি) থেকে শুরু হতে আওয়া ম্যাচের আগে কথা বলেন রাজ্জাক।

তার মতে, ‘সিরিজে ওরা পিছিয়ে আছে। স্বাভাবিকভাবেই আরা দাপটের সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমি আসলে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না বা চ্যালেঞ্জ দিতেও চাই না। আমাদের যে স্কিল আছে সেদিকে নজর দিতে চাই। আমাদের কাজ আমরা করব, তারপর ফলাফল আসবে। আমরা তো একটা ম্যাচ জিতে এসেছি। আমাদের কাছ থেকে ফলাফল বের করাও ওদের জন্য কঠিন হবে, এত সহজ হবে না।’

‘যখন যে দলটাই বাংলাদেশ দল হয়ে আসে আমি তাদের ওপর বিশ্বাসী থাকি। এই গ্রুপটাও ব্যতিক্রম নয়। আমি অবশ্যই তাদের সবার ওপর বিশ্বাস রাখি। যে টেস্ট গেছে সেটা অসাধারণ ছিল। আশা করব এই পারফরম্যান্স ধরে রাখব। তাহলে টেস্টে আরও উন্নতি হবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

ধোনির জার্সি পেয়ে আপ্লুত হারিস রউফ

Read Next

খাজার সেঞ্চুরির রেকর্ড, শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় সিডনি টেস্ট

Total
18
Share