

ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ডেসমন্ড হেইন্স। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) অফিসিয়াল বোর্ড মিটিংয়ের পর গতকাল তার নাম নিশ্চিত করে।
রজার হার্পারের পরিবর্তে নির্বাচিত হলেন হেইন্স। গত বছর ডিসেম্বরে হার্পারের মেয়াদ শেষ হয় এবং বোর্ড আর তার সাথে চুক্তি নবায়ন করেনি।
‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে আরও একবার সেবা প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য সিডব্লিউআই-এর প্রেসিডেন্ট রিকি স্কেরিট এবং সকল বোর্ড পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। নির্বাচক হওয়া এক ধরণের প্রশংসাহীন কাজ, তবে আমাদের ক্রিকেটীয় সিস্টেমে এটি বেশ প্রভাব ফেলে এবং আমাকে নিয়োগ দেওয়ায় সম্মানিত বোধ করছি। আমি সবসময় বলে আসছি, যেকোনভাবে হোক আমি ওয়েস্ট ইন্ডিজকে সর্বাত্নক সহায়তা দিতে রাজি এবং যেকোন সুযোগ লুফিয়ে নিতে আগ্রহী। পেশাগত দিক দিয়ে আমি আমার কাজ ন্যায্যভাবে করতে সচেষ্ট থাকবো,’ বলেন হেইন্স।
“I would like to thank President Skerritt and the CWI Board of Directors for giving me the opportunity to serve West Indies cricket once again.” – The Most Hon. Dr. Desmond Haynes
— Windies Cricket (@windiescricket) January 6, 2022
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। এ সময় ৪টি মেজর টুর্নামেন্ট রয়েছে। ২টি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২২ ও ২০২৪), ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ (২০২৩) এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (২০২৩)।
১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ১১৬টি টেস্ট ও ২৩৮ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন হেইন্স। টেস্টে ১৮ সেঞ্চুরিসহ ৭৪৮৭ রান এবং ওয়ানডেতে ১৭ সেঞ্চুরিসহ ৮৬৪৮ রান করেছিলেন।
৪টি টেস্টে তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০২১ সালে আইসিসি হল অফ ফেমে তার স্থান হয়।
তার নিয়োগ নিয়ে বোর্ড প্রেসিডেন্ট রিকি স্কেরিট বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে শ্রদ্ধেয় ডেসমন্ড হেইন্সকে নিয়োগ দিতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। তার ক্রিকেটীয় জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে কোন সন্দেহ নেই। তিনিই এ পদে যোগ্য ব্যক্তি বলে আমি মনে করি। এছাড়া গত ২ বছর দারুণ সার্ভিস দেওয়ার জন্য রজার হার্পার এবং মাইলস বাসকম্বেকে ধন্যবাদ জানাচ্ছি।’