

ঘরের মাঠে ৩ ম্যাচের টেস্ট সিরিজের ১ম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে বসেছিল দক্ষিণ আফ্রিকা। তবে ২য় ম্যাচে সিরিজে সমতা এনেছে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ডিন এলগার।
১ম ইনিংসে মাত্র ২০২ রানেই গুটিয়ে গিয়েছিল ভিরাট কোহলি বিহীন ভারত। জবাবে ১ম ইনিংসে শুরু ভালো হলেও শারদুল ঠাকুরের বোলিং তোপে ২২৯ এই থামে দক্ষিণ আফ্রিকা।
২য় ইনিংসে চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানের ফিফটিতে ২৬৬ রান করে ভারত। দক্ষিণ আফ্রিকার জন্য জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৪০।
২ উইকেটে ১১৮ রান নিয়ে ৩য় দিনের খেলা শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। ১১ রান নিয়ে র্যাসি ভ্যান ডার ডুসেন ও ৪৬ রান নিয়ে ডিন এলগার অপরাজিত ছিলেন।
শেষ দুই দিনে প্রোটিয়াদের দরকার ছিল ১২২ রান, ভারতের দরকার ছিল ৮ উইকেট।
আজ বৃষ্টিতে দিনের খেলা শুরু হতে দেরি হয়। বৃষ্টি শেষে খেলা শুরু হলে সাবলীল ভাবে রান তুলতে থাকেন ডুসেন ও এলগার। ডুসেনকে ৪০ রানে ফেরান মোহাম্মদ শামি। তবে দিনে ভারতের সাফল্য বলতে এটুকুই। বাকিপথ টেম্বা বাভুমাকে নিয়ে সহজেই পার করেন এলগার।
১৮৮ বলে ১০ চারে ৯৬ রান করে অপরাজিত থাকেন প্রোটিয়া অধিনায়ক। টেম্বা বাভুমার ব্যাট থেকে আসে ২৩* রান।
ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচসেরা হন ডিন এলগার।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত ১ম ইনিংসে ২০২/১০ (৬৩.১), রাহুল ৫০, মায়াঙ্ক ২৬, পুজারা ৩, রাহানে ০, হনুমা ২০, পান্ট ১৭, অশ্বিন ৪৬, শারদুল ০, শামি ৯, বুমরাহ ১৪*, সিরাজ ১; রাবাদা ১৭.১-২-৬৪-৩, অলিভিয়ার ১৭-১-৬৪-৩, জানসেন ১৭-৫-৩১-৪
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসে ২২৯/১০ (৭৯.৪), এলগার ২৮, মার্করাম ৭, পিটারসেন ৬২, ডুসেন ১, বাভুমা ৫১, ভেরেনে ২১, জানসেন ২১, রাবাদা ০, মহারাজ ২১, অলিভিয়ার ১*, এনগিডি ০; বুমরাহ ২১-৫-৪৯-১, শামি ২১-৫-৫২-২, শারদুল ১৭.৫-৩-৬১-৭
ভারত ২য় ইনিংসে ২৬৬/১০ (৬০.১), রাহুল ৮, আগারওয়াল ২৩, পুজারা ৫৩, রাহানে ৫৮, বিহারি ৪০*, পান্ট ০, অশ্বিন ১৬, শারদুল ২৮, শামি ০, বুমরাহ ৭, সিরাজ ০; রাবাদা ২০-৩-৭৭-৩, অলিভিয়ার ১২-১-৫১-১, এনগিডি ১০.১-২-৪৩-৩, জানসেন ১৭-৪-৬৭-৩
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংসে ২৪৩/৩ (৬৭.৪), মার্করাম ৩১, এলগার ৯৬*, পিটারসেন ২৮, ডুসেন ৪০, বাভুমা ২৩*; শামি ১৭-৩-৫৫-১, শারদুল ১৬-২-৪৭-১, অশ্বিন ১১.৪-২-২৬-১
ফলাফলঃ দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরাঃ ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা)।