শুভাগতর জোড়া সেঞ্চুরি, রোমাঞ্চ ছড়িয়ে বিসিএল শিরোপা ওয়ালটন সেন্ট্রাল জোনের

শুভাগতর জোড়া সেঞ্চুরি, রোমাঞ্চ ছড়িয়ে বিসিএল শিরোপা ওয়ালটন সেন্ট্রাল জোনের
Vinkmag ad

১ম ইনিংসের মত ২য় ইনিংসেও ব্যাট হাতে সেঞ্চুরি, রোমাঞ্চ ছড়ানো বিসিএল ফাইনালে ওয়ালটন সেন্ট্রাল জোনকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন শুভাগত হোম। খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করে শিরোপা জয়ের আনন্দে মাতিয়েছেন এই অলরাউন্ডার। 

২১৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩ উইকেটে ২৬ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিলো ওয়ালটন সেন্ট্রাল জোন। জয়ের জন্য আজ (৬ জানুয়ারি) পঞ্চম দিন প্রয়োজন ছিলো ৭ উইকেটে ১৯২ রান। তবে দিনের শুরুতে আরও ৩ উইকেট হারিয়ে ৬ উইকেটে ৬৮ রানে পরিণত হয় শুভাগত হোমের দল।

জয়কে যখন ভাবা হচ্ছিলো অসাধ্য তখনই অধিনায়কোচিত দুর্দান্ত এক সেঞ্চুরি শুভাগতর ব্যাটে। ৪ উইকেটের জয়ে দলকে তৃতীয়বার চ্যাম্পিয়নের স্বাদ দিলেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)।

বিসিবি সাউথ জোনের বিপক্ষে পাওয়া এই জয়ে রোমাঞ্চ ছড়িয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ৩ উইকেটে ২৬ রান নিয়ে যখন দিন শুরু করে তখনো জয় বহু দুরের পথ। ৮ রানে দিন শুরু করা সৌম্য সরকার আজ কোনো রান যোগ করতে পারেননি। চতুর্থ দিন ৫ রানে অপরাজিত থাকা সালমান হোসেন অবশ্য করেছেন ৩৭ রান। মাঝে তাইবুর রহমান ফেরেন মাত্র ৩ রান করে।

সেখান থেকে জাকের আলি অনিককে নিয়ে ৭ম উইকেটে অবিচ্ছেদ্য ১৫৩ রানের জুটি শুভাগত হোমের। ততক্ষণে দল পেয়ে যায় ৪ উইকেটের জয়, শুভাগত পেয়ে যান সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১২১ বলে ১৩ চার ২ ছক্কায় অপরাজিত ছিলেন ১১৪ রানে। ১২৪ বলে ৫ চারে ৪১ রানে অপরাজিত ছিলেন তাকে যোগ্য সঙ্গ দেওয়া জাকের আলি।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে বিসিবি সাউথ জোন তোলে ৩৮৭ রান। বিপরীতে প্রথম ইনিংসে মোহাম্মদ মিঠুনের ডাবল ও শুভাগত হোমের সেঞ্চুরিতে ওয়ালটন সেন্ট্রাল জোনের সংগ্রহ ৪৩৮ রান। ৫১ রানে পিছিয়ে থাকা বিসিবি সাউথ জোন যেতে পারে ২৬৮ রান পর্যন্ত। ফলে ওয়ালটনের জন্য লক্ষ্য দাঁড়ায় ২১৮ রান।

এই দিয়ে বিসিবি সাউথ জোনের টানা শিরোপা জয়ে যতিচিহ্ন দিল ওয়ালটন সেন্ট্রাল জোন। এর আগের ৩ আসর সহ ৯ বারের মধ্যে ৫ বারই শিরোপা জিতেছে সাউথ জোন। সেন্ট্রাল জোনের শিরোপা এবারের আসর দিয়ে মোট ৩ টি, নর্থ জোনের আছে একটি শিরোপা। ৪ বার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি ইস্ট জোনের। 

বিসিএল রোল অব অনার- 

মৌসুম  চ্যাম্পিয়ন রানার আপ 
২০১২-১৩ সেন্ট্রাল জোন নর্থ জোন 
২০১৩-১৪ সাউথ জোন  নর্থ জোন 
২০১৪-১৫ সাউথ জোন  ইস্ট জোন 
২০১৫-১৬ সেন্ট্রাল জোন ইস্ট জোন 
২০১৬-১৭ নর্থ জোন সাউথ জোন 
২০১৭-১৮ সাউথ জোন নর্থ জোন 
২০১৮-১৯ সাউথ জোন ইস্ট জোন 
২০১৯-২০ সাউথ জোন ইস্ট জোন 
২০২১-২২ সেন্ট্রাল জোন  সাউথ জোন 

৯৭ প্রতিবেদক

Read Previous

সিডনিতে প্রত্যাবর্তনের গল্প লিখলেন উসমান খাজা

Read Next

পেসারদের খেলার নিশ্চয়তা দেওয়ার ফল পেয়েছে বাংলাদেশঃ মাশরাফি

Total
2
Share