

২০২২ সালে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) তে যেসব খেলা আছে তার বৃত্তান্ত প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু লঙ্কানদের মিশন। এর পরে লঙ্কানরা সফর করবে অস্ট্রেলিয়া, ভারত ও বাংলাদেশে।
অস্ট্রেলিয়া জাতীয় দল ২০২২ এর জুন-জুলাইয়ে যাবে শ্রীলঙ্কাতে। অজিদের পরে লঙ্কা দ্বীপে যাবে পাকিস্তানিরাও। শ্রীলঙ্কার মাটিতেই আগস্ট-সেপ্টেম্বরে বসবে এশিয়া কাপের আসর।
এশিয়া কাপের পরপরই শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া যাবে আইসিসি মেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে।
এরপর শ্রীলঙ্কা ২০২২ এর ডিসেম্বরে যাবে ভারত সফরে, যা শেষ হবে ২০২৩ এর জানুয়ারিতে। এই সফরে শ্রীলঙ্কা ঠিক কোন ফরম্যাট খেলবে তা এখনো চূড়ান্ত হয়নি।
এফটিপিতে শ্রীলঙ্কার ২০২২ সালে যত খেলা-
- ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে- ৩ ওয়ানডে- জানুয়ারি, ২০২২
- অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে- ৫ টি-টোয়েন্টি- জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২২
- ভারতের মাটিতে ভারতের বিপক্ষে- ৩ টি-টোয়েন্টি, ২ টেস্ট- ফেব্রুয়ারি-মার্চ, ২০২২
- বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে- ২ টেস্ট- মে, ২০২২
- ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে- ৩ টি-টোয়েন্টি, ৫ ওয়ানডে, ২ টেস্ট- জুন-জুলাই, ২০২২
- ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে- ৩ ওয়ানডে, ২ টেস্ট- জুলাই-আগস্ট, ২০২২
- শ্রীলঙ্কায় এসিসি এশিয়া কাপ- আগস্ট-সেপ্টেম্বর, ২০২২
- অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ- অক্টোবর-নভেম্বর, ২০২২
- ভারতের বিপক্ষে ভারতের মাটিতে- ফরম্যাট অনির্ধারিত- ডিসেম্বর, ২০২২ থেকে জানুয়ারি, ২০২৩।
Sri Lanka National Men’s Team’s Year 2022 International Cricketing Calendar will commence in January with an ODI series against Zimbabwe at home, whilst it will be followed by the team touring Australia, India, and Bangladesh. #SLC #lka https://t.co/NfAPDOpBBG
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) January 5, 2022