

জোহানেসবার্গ টেস্টে শারদুল ঠাকুরের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দারুণভাবে ম্যাচে ফিরেছে সফরকারী ভারত। ১ম ইনিংসে ভারতের করা ২০২ রানের জবাবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা তাদের ১ম ইনিংস শেষ করে ২২৯ রানে। জবাবে ২য় দিন শেষে ভারত ২য় ইনিংসে ২ উইকেটে ৮৫ রান করেছে, এখন পর্যন্ত ভারতের লিড ৫৮ রান।
কিগান পিটারসেন (৬২) ও টেম্বা বাভুমার (৫১) হাফ সেঞ্চুরিতে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছিল স্বাগতিকরা। তবে তাদের পরিক্রমায় বাদ সাধেন শারদুল। চমৎকার লাইন লেংথ বজায় রেখে টেস্টে প্রথমবারের মত ৫ উইকেট পান তিনি। এরপর আরও ২ উইকেট নেন।
Lion-hearted display by Shardul Thakur. Best figures by an Indian against South Africa, thoroughly deserved his seven wickets for persistence and intelligence. Has single-handedly brought India back into the second Test. Over to the batters now. #SAvIND pic.twitter.com/Jn5oN0Aen0
— VVS Laxman (@VVSLaxman281) January 4, 2022
এছাড়া মোহাম্মদ শামি ২টি ও জাসপ্রীত বুমরাহর ভাগ্যে ১ উইকেট আসে।
২৭ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার অধিনায়ক লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল ইতোমধ্যে সাজঘরে চলে গেছেন। চেতেশ্বর পুজারা ৩৫ ও আজিঙ্কা রাহানে ১১ রানে অপরাজিত আছেন।
প্রোটিয়াদের পক্ষে মার্কো জানসেন ও ডুয়ানে অলিভিয়ার ১টি করে উইকেট পান।
STUMPS on Day 2 of the 2nd Test.#TeamIndia 202 & 85/2, lead South Africa (229) by 58 runs.
Scorecard – https://t.co/qcQcowgFq2 #SAvIND pic.twitter.com/OwcK1xZ7YW
— BCCI (@BCCI) January 4, 2022
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে):
ভারতঃ ২০২/১০ এবং ৮৫/২ (২০), রাহুল ৮, আগারওয়াল ২৩, পুজারা ৩৫*, রাহানে ১১*; অলিভিয়ার ৪-০-২২-১, জানসেন ৬-২-১৮-১
দক্ষিণ আফ্রিকাঃ ২২৯/১০ (৭৯.৪), এলগার ২৮, মার্করাম ৭, পিটারসেন ৬২, ডুসেন ১, বাভুমা ৫১, ভেরেইন ২১, জানসেন ২১, রাবাদা ০, মহারাজ ২১, অলিভিয়ার ১*, এনগিডি ০; বুমরাহ ২১-৫-৪৯-১, শামি ২১-৫-৫২-২, শারদুল ১৭.৫-৩-৬১-৭
ভারত ৫৮ রানে এগিয়ে