

ঘরের মাঠে টানা হারের দুঃসহ স্মৃতি নিয়ে কিউইদের দেশে পা রাখে টাইগারদের টেস্ট স্কোয়াড। চারদিকে গুমোট ভাব, চাপা অস্থিরতা। কিন্তু, বীর তো পরাজয়ে ডরে না। পরাজয়ের স্বাদ না পেলে জয়ের খুশি কিসে? পরাজয়ে ক্ষয় না ভেবে জয়ের শপথ নিয়ে, নতুন করে কঠিন পথে হয়েছে সফল। প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাঁদের মাঠে হারাল বাংলাদেশ দল। রাঙা প্রভাতে মুমিনুল, এবাদতদের মাউন্ট মাঙ্গানুইয়ের উদযাপন এবার ছড়িয়ে পড়ল সিডনিতেও। অ্যাশেজের স্কোরবোর্ডে ভাসছে বাংলাদেশের মহাকাব্যিক বিজয়ের স্কোরকার্ড।
নতুন বর্ষ এসেছে আশার স্বপ্ন নিয়ে, এসেছে মুক্তির শক্তি হয়ে। বিদেশের মাটিতে বাংলাদেশ দল পেয়েছে বড় এক সাফল্য। ঘরের দল নিউজিল্যান্ড আজ জড়সড় বাংলা বাঘের হুংকারে। আনন্দের জোয়ার আজ বাংলাদেশের ঘরে ঘরে ক্রিকেট জয়ের ইতিহাসটা স্মৃতি হয়েই থাকবে।
এরমধ্যেই টুইটারে ভেসে বেড়াচ্ছে অনিন্দ্য সুন্দর এক রঙ্গিন ছবি। বাংলাদেশের জয় উদযাপিত হল অ্যাশেজের মাঠেও। যা দেখে আনন্দে ভরে উঠছে বাংলাদেশি সমর্থকদের মন। ‘ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে।’
ক্রিকবাজের সাংবাদিক ভারত সুন্দরাসান চলমান অ্যাশেজের ৪র্থ টেস্ট কাভার করছেন সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি) থেকে। তাঁর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে পোস্ট হল এসসিজির স্কোরবোর্ডে থাকা বাংলাদেশের জয়ের স্কোরকার্ডটা।
They’re acknowledging the wonderful win for Bangladesh in Mt Maunganui even at the SCG now & rightly so #Ashes #NZvBAN pic.twitter.com/78qFO83ljf
— Bharat Sundaresan (@beastieboy07) January 5, 2022
মুশফিকুর রহিমের ব্যাট হাঁকিয়েছে বাউন্ডারি, নিশ্চিত হল বাংলাদেশের ৮ উইকেটের ঐতিহাসিক জয়। তখন এসসিজির স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার স্কোর ৩০/০। পাশে বড় আকারে ভাসছে বাংলাদেশের বিজয়ের স্কোরকার্ড।
যেকোন ফরম্যাটে নিউজিল্যান্ডের মাঠে টাইগারদের প্রথম জয়। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নদের হারিয়ে এই সংস্করণে বাংলাদেশের প্রথম জয়। আমরা বিজয়ী হয়েছি, তা থেকে সাহস নিয়ে, শক্তি নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যাব, আনব নতুন নতুন জয়।