গিবসন বলছেন কিউই ব্যাটাররা এবাদতদের ‘আন্ডার এস্টিমেট’ করেছে

গিবসন বলছেন কিউই ব্যাটাররা এবাদতদের 'আন্ডার এস্টিমেট' করেছে
Vinkmag ad

ঘরের মাঠ হোক কিংবা বিদেশের পেস বান্ধব উইকেট হোক, বাংলাদেশের পেসাররা প্রতিনিয়ত নির্বিষ বোলিং উপহার দেন। তবে চলমান মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে চালকের আসনে রেখেছে পেসাররাই। স্পিন নর্ভর দল হয়েও পেস দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার ব্যাখ্যায় টাইগার পেস বোলিং কোচ ওটিস গিবসন মনে করেন কিউই ব্যাটাররা হয়তো গুরুত্ব দেয়নি বাংলাদেশ পেসারদের।

কন্ডিশন যাই হোক বাংলাদেশের মূল শক্তি স্পিন। তবে এবার নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ৩২৮ রানে আটকে দেওয়ার পথে ৪ উইকেটই নিয়েছে পেসাররা। দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত হারানো ৫ উইকেটের সবকটিই পেসারদের।

বাংলাদেশের ১৩০ রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৭ কিউইদের। চতুর্থ দিন শেষে তাদের লিড ১৭ রানের, নিশ্চিতভাবেই এগিয়ে বাংলাদেশ। যেখানে ৪ উইকেট নিয়েছেন এবাদত হোসেন।

প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া মিরাজ নিউজিল্যান্ডের মতো স্পিন বিরুদ্ধ কন্ডিশনে দ্বিতীয় ইনিংসে এখনো কোনো উইকেট না পেলেও করেছেন দুর্দান্ত বোলিং। ক্যাচ মিস না হলে কিংবা হাফ চান্সগুলো লুফে নিতে পারলে মিরাজের নামের পাশেও থাকতে পারতো ২-৩ উইকেট।

চতুর্থ দিন শেষে টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন বলছেন শিষ্যদের নিয়ে তিনি গর্বিত। স্পিনারদের পরিবর্তে পেসারদের ছড়ি ঘুরানো প্রসঙ্গে তার ব্যাখ্যা কিউই ব্যাটাররা হয়তো কম গুরুত্ব দিয়েছিলো।

তিনি বলেন, ‘দেখুন, আমি ঠিক জানিনা। আমি মনে করি আমরা অতি স্পিন নির্ভর, যদি উইকেট তাদের সহায়ক হয় তারা অবশ্যই উইকেট নিবে। তবে সে (মিরাজ) ম্যাচে দারুণ বোলিং করছে। আর পেসারদের ব্যাপারটা হলো, আমার মনে হয় নিউজিল্যান্ড ব্যাটাররা সম্ভবত আমাদের পেসারদের কম গুরুত্ব দিয়েছে। কিন্তু আমরা শৃঙ্খলাবদ্ধ বোলিং করেছি, গত দুইদিন ধরে আমরা যেটা করেছি তাতে পেস বোলিং কোচ হিসেবে আমি গর্বিত।’

এর আগে নিউজিল্যান্ডের কন্ডিশনে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের পেসাররা। এবার তাদের সামনে ইতিহাস গড়ার সম্ভাবনা। 

ওটিস গিবসন জানান তিনি ও তার দল এটা ভালোকরেই জানেন, ‘আপনাকে নিশ্চিত করতে পারি যে এই বিষয়ে আমরা অবগত। প্রতিবারই আমাদের এ কথা শুনতে হয়। তারপরও আমরা অতি আত্মবিশ্বাসী হব না। মেডিকেল টিমের প্রধান কাজ থাকবে ছেলেদের উজ্জীবিত রাখা। এবাদত আজ অনেক লম্বা স্পেলে বোলিং করেছে। তাসকিনও লম্বা সময় ধরে বোলিং করেছে। তাই তাদের আগামীকালের মধ্যে ফ্রেশ রাখাটা জরুরী।’

‘আর আগামীকাল যখন আমরা বোলিংয়ে নামব তখন আমাদের লক্ষ্য থাকবে একই শৃঙ্খলা মেনে বোলিং করা, আমাদের মনোভাবও একই থাকবে। আজকের শেষ দুই ঘন্টায় যেমনটা ছিল। তারপরও আমরা নিজেদের বেশি আত্মবিশ্বাসী করে তুলবো না। আমরা জানি সামনে কত বড় পরীক্ষা অপেক্ষা করছে। আমরা সহজভাবেই নেয়ার চেষ্টা করব। আমাদের লক্ষ্য থাকবে লাইন-লেংথ মেনে বোলিং করে উইকেট নেয়া। দেখি শেষ পর্যন্ত ম্যাচে কি অপেক্ষা করছে আমাদের জন্য।’

৯৭ প্রতিবেদক

Read Previous

সেই এবাদতই নিউজিল্যান্ডের মাটিতে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন

Read Next

প্রসেসের মধ্যে থেকে সফল হওয়া লিটনরা আশাবাদী

Total
1
Share