জায়গা ধরে রাখলেন বোলান্ড, ফিরলেন খাজা

জায়গা ধরে রাখলেন বোলান্ড, ফিরলেন খাজা
Vinkmag ad

নিজের অভিষেক টেস্টেই আলো ছড়িয়ে হয়েছিলেন ম্যাচসেরা। তবুও স্কট বোলান্ড পরবর্তী টেস্টে সেরা একাদশে জায়গা পাবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিল। তবে সে শঙ্কা কেটেছে বোলান্ডের, অ্যাশেজের ৪র্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়া একাদশে আছেন এই পেসার।

সিডনি ক্রিকেট গ্রাউন্ড (সিডনি) তে আগামীকাল (৫ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।

একাদশে ফিরেছেন উসমান খাজা। করোনা সংক্রমিত ট্রাভিস হেডের বিকল্প হিসাবে সুযোগ পাচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাজা। ২০১৯ অ্যাশেজের পর এই প্রথম খাজা ব্যাট করবেন ৫ নম্বরে।

জশ হ্যাজেলউড আরও একটি টেস্ট মিস করছেন ইনজুরির কারণে। এই দিয়ে টানা ৩ ম্যাচ মিস করছেন তিনি। ফিরতে পারতেন জাই রিচার্ডসন, তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নায়কোচিত বোলিং করে জায়গা ধরে রেখেছেন বোলান্ড।

আবহাওয়ার কারণে ধারণা করা হচ্ছে সিডনিতে উইকেট স্পিনের জন্য কম সহায়ক হবে। টেস্ট অভিষেকের জন্য তাই লেগ স্পিনার মিচেল সুইপসনের অপেক্ষা বাড়ছে।

সিডনি টেস্টের জন্য অস্ট্রেলিয়া একাদশ-

মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মারনাস লাবুশেইন, স্টিভ স্মিথ, উসমান খাজা, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোলান্ড।

৯৭ ডেস্ক

Read Previous

মাউন্ট মঙ্গানুইয়ে আরও এক বাংলাদেশময় সেশন

Read Next

সিডনিতে ইংল্যান্ডের একাদশে ফিরলেন ব্রড

Total
1
Share