

৬ উইকেটে ৪০১ রান নিয়ে ৩য় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ, নিউজিল্যান্ডের ১ম ইনিংসের রানের চেয়ে ৭৩ রানে এগিয়ে থেকে। আজ চতুর্থ দিনের ১ম সেশনে বাকি ৪ উইকেট হারিয়েছে সফরকারী বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে টাইগাররা আদায় করেছে ১৩০ রানের মহামূল্যবান লিড।
আগের দিন ২০ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ, ১১ রান করে অপরাজিত ছিলেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি।
দিনের শুরুতে মেহেদী হাসান মিরাজের বিপক্ষে দুইবার আঙুল তুলে দেন ক্রিস গাফফানি ও ক্রিস ব্রাউন। তবে দুইবারই রিভিউ নিয়ে বাচেন মিরাজ। করতে থাকেন সাবলীল ব্যাটিং।
৪৭ রান করার পথে পূর্ণ করেন ১০০০ টেস্ট রানের মাইলফলক। ১৬ তম বাংলাদেশি হিসাবে ১০০০ এর বেশি টেস্ট রানের মালিক হলেন মিরাজ। মোহাম্মদ রফিক, সাকিব আল হাসানের পর ৩য় বাংলাদেশি হিসাবে টেস্টে গড়লেন ১০০০ টেস্ট রান ও ১০০ টেস্ট উইকেটের ডাবল।
মিরাজকে ব্লান্ডেলের ক্যাচ বানিয়ে নিউজিল্যান্ডকে আজ দিনের প্রথম সাফল্য এনে দেন টিম সাউদি। পরবর্তীতে তাসকিন আহমেদকেও ফেরান সাউদি। ২৬ রানের মাথায় জেমিসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি।
ট্রেন্ট বোল্টকে তেড়েফুড়ে মারতে যেয়ে বোল্ড হন শরিফুল ইসলাম। ৮ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ৪৫৮ রানে থামে বাংলাদেশ, লিডটা ১৩০ রানের।
লাঞ্চের আগে ৩ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড। সেখানে কোন উইকেট না হারিয়ে ১০ রান করেছে দুই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়াং।
সংক্ষিপ্ত স্কোর (২ দলের ১ম ইনিংস শেষে):
নিউজিল্যান্ড ৩২৮/১০ (১০৮.১), ল্যাথাম ১, ইয়াং ৫২, কনওয়ে ১২২, টেইলর ৩১, নিকোলস ৭৫, ব্লান্ডেল ১১, রাচিন ৪, জেমিসন ৬, সাউদি ৬, ওয়েগনার ০, বোল্ট ৯*; শরিফুল ২৬-৭-৬৯-৩, এবাদত ১৮-৩-৭৫-১, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২
বাংলাদেশ ৪৫৮/১০ (১৭৬.২), সাদমান ২২, জয় ৭৮, শান্ত ৬৪, মুমিনুল ৮৮, মুশফিক ১২, লিটন ৮৬, রাব্বি ২৬, মিরাজ ৪৭, তাসকিন ৫, শরিফুল ৭, এবাদত ০*; সাউদি ৩৮-৪-১১৪-২, বোল্ট ৩৫.২-১১-৮৫-৪, জেমিসন ৩৫-১১-৭৮-১, ওয়াগনার ৪০-৯-১০১-৩
বাংলাদেশ ১ম ইনিংসে ১৩০ রানে এগিয়ে।