জোহানেসবার্গে জানসেনের দাপট, টেনেটুনে ভারতের দুইশো

জোহানেসবার্গে জানসেনের দাপট, টেনেটুনে ভারতের দুইশো
Vinkmag ad

জোহানেসবার্গে জানসেনের দাপট! ভারতের বাজে শুরু। অধিনায়ক লোকেশ রাহুলের ফিফটি, অশ্বিনের ৪৬ রান ছাড়া ব্যর্থ বাকিরা। ২০২ রানেই প্রথম ইনিংসে আটকে যায় ভারত। জবাবে ১ উইকেটে ৩৫ রান সংগ্রহ করে দিন শেষ করেছে প্রোটিয়ারা।

মিডল অর্ডারের ব্যর্থতায় একদিনও টিকল না ভারতের ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে লড়লেন কেবল রাহুল আর অশ্বিন। ১ম দিনের শেষ সেশনে ১৮ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় প্রোটিয়ারা। এরমধ্যে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তাঁদের সংগ্রহ ৩৫। ভারতের থেকে পিছিয়ে আছে আরও ১৬৭ রানে, হাতে আছে ৯ উইকেট।

ইনজুরির কারণে একাদশে নেই নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলি। অধিনায়কের দায়িত্ব পেয়ে টস জিতেন লোকেশ রাহুল, নেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ভাল শুরু করেও ২৬ রান করে মার্কো জানসেনের বলে আউট হন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ৩৬ রানে প্রথম উইকেট পড়ল ভারতের। ফের ব্যর্থ চেতেশ্বর পুজারা। অলিভিয়েরের বলে বাভুমার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন ব্যক্তিগত ৩ রানে। অলিভিয়েরের পরের বলেই আউট হলেন আজিঙ্কা রাহানে (০)। তিন উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ভারত।

এরপর প্রতিরোধ গড়ে তুলেও বেশিক্ষণ টিকতে পারলেন না কোহলির জায়গায় দলে আসা হনুমা বিহারি। ২০ রানে কাগিসো রাবাদার শিকার হয়ে ফিরে গেলেন। দলকে একা থেকে টেনে অর্ধশতরান করেন অধিনায়ক লোকেশ রাহুল। কিন্তু এরপর আর তাঁর ইনিংস বড় হয়নি। জানসেনের তৃতীয় শিকার হন রাহুল।

রিশাব পান্টের ব্যাট থেকে আসে ১৭ রান। কোনও রান না করেই ফিরে গেলেন শার্দূল ঠাকুর। ৯ রানে ফিরলেন মোহাম্মদ শামি। মারমুখী ভঙ্গিতে ইনিংস শুরু করেও অর্ধশতরানের ৪ রান দূরে থেকে বিদায় নেন রবিচন্দ্রন অশ্বিন। ১৫৭ রানে সাত উইকেট হারানোর পর শামিকে নিয়ে  অনবদ্য ব্যাটিং চালিয়ে গেলেন অশ্বিন। তারপরও ভারত ২০০ রানের গন্ডি পেরোতে সক্ষম হয় জাসপ্রীত বুমরাহর ব্যাটে ভর করে। বুমরাহ ১১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। ২০২ রানে ইনিংস শেষ ভারতের।

প্রোটিয়াদের হয়ে বল হাতে আলো ছড়ালেন মার্কো জানসেন। ৩১ রান খরচায় তুলে নেন ৪টি উইকেট। এছাড়া রাবাদা এবং অলিভিয়েরের শিকার ৩টি করে।

ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। মোহাম্মদ শামির প্রথম ধাক্কা, ব্যক্তিগত ৭ রানে ফিরলেন এইডেন মার্করাম। এরপর আর কোন বিপদ হতে দেননি অধিনায়ক ডিন এলগার আর কিগান পিটারসেন। এলগার ১১* এবং পিটারসেন অপরাজিত আছেন ১৪ রান করে।

সংক্ষিপ্ত স্কোরঃ (১ম দিন শেষে)

ভারত ১ম ইনিংসঃ ২০২/১০ (৬৩.১ ওভার) রাহুল ৫০, মায়াঙ্ক ২৬, পুজারা ৩, রাহানে ০, বিহারি ২০, পান্ট ১৭, অশ্বিন ৪৬, শার্দুল ০, শামি ৯, বুমরাহ ১৪*; জানসেন ১৭-৫-৩১-৪, অলিভিয়ের ১৭-১-৬৪-৩, রাবাদা ১৭.১-২-৬৪-৩

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসঃ ৩৫/১ (১৮ ওভার) মার্করাম ৭, এলগার ১১*, পিটারসেন ১৪*; শামি ৬-২-১৫-১।

৯৭ ডেস্ক

Read Previous

ফরহাদ রেজার দিনকে যেভাবে নিজের করে নিলেন মোহাম্মদ মিঠুন

Read Next

১৩০ রানে এগিয়ে থেকে থামল বাংলাদেশ

Total
7
Share