

পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। ১৮ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হাফিজ অবশেষে ইতি টানছেন দীর্ঘ ক্যারিয়ারের।
২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল হাফিজের। তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর সেমি ফাইনাল (অস্ট্রেলিয়ার বিপক্ষে)।
Pakistan all-rounder Mohammad Hafeez has announced his retirement from international cricket. pic.twitter.com/rpTpT3jp6f
— ICC (@ICC) January 3, 2022
Hafeez announces retirement from international cricket
More details: https://t.co/RYLJ7gp5Ro pic.twitter.com/8PYAfaJlPW— Pakistan Cricket (@TheRealPCB) January 3, 2022
আসন্ন পিএসএল (পাকিস্তান সুপার লিগ) এ লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন ৪১ বছর বয়সী হাফিজ। পিএসএল সহ বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য অ্যাভেইলেবল থাকবেন তিনি।
৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টি খেলা মোহাম্মদ হাফিজের আন্তর্জাতিক ক্রিকেটে রান ১২৭৮০। আন্তর্জাতিক ক্রিকেটে ৩২ বার হাফিজ হয়েছেন ম্যাচসেরা। পাকিস্তানের পক্ষে তার চেয়ে বেশি বার ম্যাচসেরা হয়েছেন কেবল শহীদ আফ্রিদি (৪৩), ওয়াসিম আকরাম (৩৯) ও ইনজামাম উল হক (৩৩)। হাফিজ সিরিজসেরা হয়েছেন ৯ বার।
২০১৮ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। ২০১৯ বিশ্বকাপে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ওয়ানডেতে তার সর্বশেষ ম্যাচ।
কার্যকর অফ স্পিন, টপ অর্ডারে ব্যাটিং করা হাফিজ পাকিস্তানকে নেতৃত্বও দিয়েছেন।