

বেশ সম্ভাবনা জাগিয়ে জাতীয় দলে আবির্ভাব পেসার হাসান মাহমুদের। তবে ৩ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টিতেই আটকে আছে তার ক্যারিয়ার। পিঠের অজানা এক চোটে মাসের পর মাস মাঠের বাইরে, উত্তর নেই কোথাও। তবে বিসিবির পুনর্বাসন প্রক্রিয়া মেনে আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) দিয়ে ফিরতে যাচ্ছেন মাঠে।
গত বছর মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরতে হয় হাসানকে। এরপর শুরু হয় পুনর্বাসন প্রক্রিয়া। বিসিবির অধীনে দফায় দফায় করানো হয়েছে স্ক্যান, তাতে সমস্যা ধরা না পড়লেও ব্যথার তীব্রতা কমেনি খুব একটা। যে কারণে বল হাতে ফেরার অপেক্ষাটা দীর্ঘ হয়েছে।
জাতীয় দল তো নয়ই, হাসান এই সময়ে খেলতে পারেননি কোনো ঘরোয়া টুর্নামেন্টেও। সবচেয়ে বড় কথা পুরোদমে বল হাতে অনুশীলনই যে শুরু করা সম্ভব হয়নি তরুণ এই পেসারের।
তবে আশার কথা আগামী মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া ডিপিএল দিয়ে ফিরতে যাচ্ছেন এই ডানহাতি পেসার। মিরপুরে বল হাতে চলছে তার অনুশীলনও।
আজ (২ জানুয়ারি) অনুশীলন শেষে সাংবাদিকদের হাসান বলেন, ‘এখন মোটামুটি আলহামদুলিল্লাহ, বোলিং রিসেন্ট শেষ তিন সপ্তাহ ধরে বোলিং শুরু করছি। আলহামদুলিল্লাহ এখন ভালো। এখন ৭০-৮০ শতাংশ আগাচ্ছি। এখন হচ্ছে হিপ কন্ডিশনিং, রানিং, রিহ্যাব তো আছে সাথে, তারপর স্ট্যান্থ ট্রেনিং এরপর রিহ্যাবের সাথে যা আছে তাই। আস্তে আস্তে আগাচ্ছি। ইন শা আল্লাহ এক মাস পর (ফিরবো পুরোদমে)। বিপিএলের চিন্তা অবশ্যই না আগে ফিট হওয়ার চিন্তা।‘
এর মাঝে তাকে যেতে হবে ইংল্যান্ডেও। বিসিবি চিকিৎসকের পরামর্শে আরও একটি স্ক্যানের প্রয়োজনেই চলতি মাসে উঠতে পারেন ইংল্যান্ডের বিমানে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা হবে চলতি মাসেই, ইংল্যান্ড যাবো, দেব স্যার (বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরী) বলছিল ইংল্যান্ডে। ওখানে ডাক্তারের সাথে দেখা করবো। মনে হয় স্ক্যান কোনো একটা বিষয় আছে।‘
লম্বা সময় ধরে মাঠের বাইরে থেকেও অবশ্য আক্ষেপে পুড়ছেন না তরুণ এই পেসার, ‘এটা আক্ষেপ করে কোনো লাভ নেই। ইনজুরি যতদিন ছিল ততদিন আমি বাইরে ছিলাম। এখানে আফসোসের কিছু নেই। এটা প্রাকৃতিকভাবে রিকভারি করে আসছে। না, আমিও জানি না কীভাবে ইনজুরিটা হয়েছিল। পেইন লোয়ার ব্যাক মাসেলে।‘
‘এখন স্বাভাবিকভাবে ধাপে ধাপে এগোচ্ছি। ডিল থেকে বোলিংয়ে, বোলিং থেকে উইকেটে। ধারাবাহিকভাবে আগাচ্ছি। অবশ্যই প্রিমিয়ার লিগ থেকে টার্গেট থাকবে ফুল এফোর্ট দিয়ে খেলতে। প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলবো।‘