

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটকে নিয়ে সর্বত্র চলছে সমালোচনার ঝড়। অ্যাশেজের ১ম ৩ টেস্টে তার নেতৃত্বে শোচনীয় পরাজয় বরণ করেছে ইংলিশরা। সাবেক অধিনায়ক মাইকেল আথারটনের মতে, রুটের সবচেয়ে ভালো বিকল্প হতে পারেন অলরাউন্ডার বেন স্টোকস।
সিরিজ শেষে কোচ ক্রিস সিলভারউডকে বরখাস্ত করা উচিত বলেও অভিমত প্রকাশ করেন আথারটন। অস্ট্রেলিয়া ২ টেস্ট হাতে রেখে অ্যাশেজ পুনরুদ্ধার করেছে।
নিজের নেতৃত্বে ৩ অ্যাশেজ সিরিজের ১টিও পাননি রুট। সামনে তাকে দীর্ঘমেয়াদে রাখা হবে কীনা, এটিও বেশ ভাবনায় ফেলেছে ইংল্যান্ডকে।
‘খেলোয়াড় নির্বাচন থেকে পরিকল্পনা, সবকিছুতে অনেক ভুল আছে। অধিনায়ককে এর দায়ভার বহন করতে হবে। রুট তার দায়িত্ব ঠিকভাবে পালন করলে সিরিজটা জমে যেতে পারতো,’ দ্য টাইমসকে বলেন আথারটন।
‘ইংল্যান্ডের জন্য একজন ভালো অধিনায়ক রুট। নিজেকে সবসময় অনন্য জায়গায় নিয়ে গেছে এবং খেলাধুলার একজন দুর্দান্ত প্রতিনিধি। কিন্তু গত ৫ বছরে ৩টি অ্যাশেজে খারাপ করা, অস্ট্রেলিয়ায় ২ বার দলকে যোগ্য অবস্থানে নিতে ব্যর্থ হওয়ায় বলা যায়, অন্য কাউকে এখন তার পরিবর্তে দেখাটা যুক্তিসঙ্গত। ‘
‘বেন স্টোকস চমৎকার বিকল্প হতে পারে। গ্রীষ্মে সব বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তার বোলিংয়ে ভালো সুইং আছে এখন। সে হয়তো ইংল্যান্ডের সেরা টি-টোয়েন্টি দল পাবে না এখন, তবে ঐ ম্যাচগুলোয়ে সে দলের ভরসার প্রতীক হতে পারে।’
কোচ সিলভারউড নিজেকে প্রমাণে ব্যর্থ বলে মনে করেন আথারটন।
‘একজন যোগ্য কর্তৃপক্ষের অভাব রয়েছে এবং খেলোয়াড়দের মধ্যে চ্যালেঞ্জ মোকাবেলায় অনিচ্ছা কাজ করছে। অ্যাশেজের পর কোচ সিলভারউডকে রাখার পক্ষে আমি নেই। কোচিং প্যানেলে অবশ্যই পরিবর্তন আসা প্রয়োজন।’
৪র্থ টেস্ট ৫ জানুয়ারি সিডনিতে শুরু হবে।