

১ সপ্তাহ আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিং। তবে ৩১ বছর বয়সেই টেস্ট ক্যারিয়ারে ৪০০ উইকেট নেওয়ার পরও কেন তাকে দলে নেওয়া হয়নি, এ নিয়ে বিস্ময়ের ঘোর কাটছে না তার।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৩টি টেস্ট খেলেছেন এ অভিজ্ঞ স্পিনার। নিয়মিত খেললে আরও ১০০ উইকেট সহজেই তার ক্রিকেটীয় পরিসংখ্যানে যুক্ত হতে পারতো বলে মনে করেন ভাজ্জি। শেষবার টেস্ট খেলেছিলেন ২০১৫ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে।
‘৩১ বছর বয়সে আমি ৪০০ উইকেট লাভ করেছিলাম। ৩১ বছর বয়সে কেউ যদি ৪০০ উইকেট পেতে পারে, তাহলে পরবর্তী ৮-৯ বছরে ১০০ এরও বেশি উইকেট পাওয়া আমার জন্য কঠিন কিছু ছিল না। কিন্তু এরপরে আমাকে টেস্ট ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি, কিংবা দলে নির্বাচিতও করা হয়নি। ৪০০ উইকেট পাওয়া একজন ক্রিকেটার কেন দলের বাইরে থাকবে, এ প্রশ্নের উত্তর এখনও অজানা আমার। আমি এখনও বিস্মিত। কি এমন হয়েছিল? আমি দলে থাকলে কার এত সমস্যা হতো?’ ইন্ডিয়া টিভিকে জানান হরভজন।
শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এশিয়া কাপ টি-টোয়েন্টিতে। ১ উইকেট পেয়েছিলেন সে ম্যাচে। মাহেন্দ্র সিং ধোনির সাথে কথা হয়েছিল কীনা, এ প্রশ্নের জবাবে ইতিবাচকভাবে হরভজন জানান, তিনি কোন উত্তর পাননি।
‘আমি অধিনায়ক ধোনিকে প্রশ্ন করতে চেষ্টা করেছিলাম। তবে আমাকে কোন কারণ বলা হয়নি। আমি বুঝতে পারলাম এ বিষয়ে প্রশ্ন করাটা অনর্থক। কেউ না কেউ পেছন থেকে কলকাঠি নেড়েছে। আপনি যদি বারবার প্রশ্ন করেও উত্তর না পান, তবে এ বিষয় পরিত্যাগ করাই শ্রেয়,’ জানান হরভজন।
আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের আগে আইপিএলে অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্স ও কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন। তিনি আরও জানান, তার আরও অনেক আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল।